কৌশল করলে বাংলাদেশে থাকতে পারবেন না, প্রধান উপদেষ্টাকে বিএনপি নেতা ফিরোজ

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির কেন্দ্রীয় শ্রমবিয়ষক সহসম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা বলেছেন, যদি কোনো কৌশল করেন, কোনো কৌশলের আশ্রয় নেন, এই ক্ষুধার্ত শ্রমিক যদি আবার জেগে ওঠে আপনিও বাংলাদেশে থাকতে পারবেন না।

তিনি বলেন, আমার শ্রমিক ভোট চাই, আমার শ্রমিক ভোট দিতে চাই, আমার শ্রমিক ভোটের জন্য ক্ষুধার্ত।

বৃহস্পতিবার (১ মে) ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে বিএনপির এ নেতা ড. মুহাম্মদ ইউনূসকে অনুরোধ করে বলেন, আমার লাখ লাখ শ্রমিক আজকে তারা ক্ষুধার্ত। তবে ভাতের জন্য নয়, কাপড়ের জন্য নয়, লবণের জন্য নয়, ভোটের দাবিতে তারা ক্ষুধার্ত। বিগত ১৭ বছর এই শ্রমিক ভোট দিতে পারেনি।

ফিরোজ উজ জামান মামুন মোল্লা প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, অনুরোধ করব অবিলম্বে আপনি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন, নির্বাচনের তারিখ ঘোষণা করুন। ভোটের মধ্য দিয়ে যে সরকার গঠন হবে সেই সরকার বিএনপি সরকার আবার শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে লড়াই করবে।

সর্বশেষ তিনি অবিলম্বে ভোটের তারিখ ঘোষণার আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

আরআর/এসএন

Share this news on: