দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর ঝুঁকি তৈরি হয় এমন কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারসহ কোনো সরকারকেই নিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় আশুলিয়ার জিরাবোতে দেওয়ান ইদ্রিস উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি একথা বলেন।
রাখাইনের জন্য করিডোর দেওয়া প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, কক্সবাজারের ভূমি ব্যবহার করে রাখাইন রাজ্যের তথাকথিত সহায়তা পৌঁছানোর নামে যে মানবিক করিডোরের আলোচনা চলছে, সরকারকে ওইখানেই ফুলস্টপ দিতে হবে। আর এক পা-ও এগোনো যাবে না।এসময় অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন-ভালোবাসা থাকলেও সরকার যা ইচ্ছা তা-ই করবে, তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা।
এমআর/এসএন