মালাইকা অরোরা, এক সময় যিনি আরবাজ খানের ঘরনি ছিলেন, আজও তার উপস্থিতি পুরো ভারতজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। ৫০ বছর বয়স পেরিয়েও আজও তার চলন-বলন এবং স্টাইলিং দেশব্যাপী হিল্লোল তোলে। ‘ছাঁইয়া ছাঁইয়া’ নাচের তালে তার কোমর দুলানোর দৃশ্য আজও সকলের মনে গেঁথে রয়েছে। কিন্তু কি তাঁর প্রেমজীবন, যা নিয়ে আলোচনার অন্ত থাকে না?
২০১৭ সালে ১৯ বছরের দাম্পত্যের পর মালাইকা আরবাজ খানকে ছেড়ে বেরিয়ে আসেন। ২০১৯ সাল থেকে অর্জুন কাপুরের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। কিন্তু কিছু বছর পর সেই সম্পর্কও ভেঙে যায়। এখন প্রশ্ন উঠেছে, মালাইকা কি আবার নতুন সম্পর্কের দিকে পা বাড়িয়েছেন?
সাম্প্রতিক কয়েক মাসে মালাইকার প্রেমজীবন নিয়ে আলোচনা হয়েছে বেশ। সম্প্রতি, এক সংখ্যাতত্ত্বের সম্মেলনে অংশ নিয়ে তিনি তার প্রেমজীবন সম্পর্কে বিশেষজ্ঞের মতামত জানতে চান। বিশেষজ্ঞ জানালেন, ২০২৫ সাল তার জন্য খুবই শুভ। বিশেষ করে, প্রেমের ক্ষেত্রে এই বছর তাকে ১০-এ ১০ নম্বর দেওয়া হচ্ছে। ৫২ বছর বয়সে পৌঁছানো মালাইকার জন্য ২০২৫ প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে একেবারে লাভজনক হতে চলেছে।
অনুষ্ঠানে মালাইকা বলেন, “আমি খুবই খুঁতখুঁতে মানুষ। এমন অনুষ্ঠানে যখনই গিয়েছি, তখন খুব আগ্রহ নিয়ে গিয়েছি তা নয়, কিন্তু আজ এখানে এসেছি, এর পেছনে নিশ্চয়ই কোনো বিশেষ কারণ রয়েছে।”
এদিকে, ২০২৪ সালের দীপাবলীতে অর্জুন কাপুর ঘোষণা করেছিলেন তিনি সিঙ্গেল। তবে মালাইকার বাবার মৃত্যুর পর, অর্জুনকে তাকে সমর্থন করতে দেখা যায়, এবং সে দিন সাবেক স্বামী আরবাজ খানও তার পাশে ছিলেন। বর্তমানে, আরবাজ দ্বিতীয় বিয়ে করেছেন এবং অপেক্ষা করছেন দ্বিতীয় সন্তানের জন্য।
মালাইকার জীবনের নতুন অধ্যায় সম্পর্কে আলোচনা এখনো চলছেই, এবং তার প্রতি অনুরাগীদের আগ্রহ এক ফোঁটাও কমেনি।
এসএস