ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা মান্দানার সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে নতুন পালক। আন্তর্জাতিক জুতা প্রস্তুতকারক সংস্থা ‘ক্রকস’ এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অভিনেত্রী।
রূপালি পর্দায় আত্মপ্রকাশের পর থেকেই স্টাইলে ছাপ রাখতে শুরু করেছিলেন রাশমিকা। তার লুকে রয়েছে নতুনত্ব।
যে পোশাকই পরেন না কেন, তা সুন্দরভাবে ক্যারি করতে পারেন। এবার এই আন্তর্জাতিক জুতা প্রস্তুতকারক সংস্থার শুভেচ্ছাদূত হওয়ার পর অভিনেত্রীর স্টাইল স্টেটমেন্ট নিয়ে ফের চর্চা তুঙ্গে।
খবরটি প্রকাশ্যে আসার পর রাশমিকা বলেছেন, ‘এই কোম্পানির জুতা আমার ভীষণ প্রিয়। জুতাগুলোর রং দারুণ।
ওদের কালার প্যালেট ভীষণ সুন্দর। আপনারা জানেন, আমি এ সব বিষয়ে খুব একটা লাজুক নই। কে-পপ হোক, কোরিয়ান খাবার হোক, আমার সব ভালো লাগে। ভারতে আমার অনুরাগীদের কথা ভেবে ভালো লাগছে।
আরআর/টিএ