ব্যক্তিগত জেট ক্রয়ের গুঞ্জন প্রসঙ্গে মুখ খুললেন অজয়

বেশ কিছুদিন ধরে বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছে, অজয় দেবগণ নাকি ব্যক্তিগত জেট কিনেছিলেন! সংবাদটি কি সত্যিই গুঞ্জন, না কি এর মাঝে কোনো সত্যতা রয়েছে। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা নিজেই।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে নিজের জীবন নিয়ে বিভিন্ন গুঞ্জন প্রসঙ্গে আলোচনা করেন অজয়। এ শোতে তাকে প্রশ্ন করা হয়েছিল, বলিউডে কি তিনি প্রথম অভিনেতা, যিনি ব্যক্তিগত জেট কিনেছিলেন? সহাস্যে অজয় বলেন, ‘না, একেবারেই নয়। আমি জেট কিনতে চেয়েছিলাম এবং একটি চুক্তি করেছিলাম। কিন্তু সেটা হয়ে ওঠেনি। তাই এ সংবাদ একেবারেই সত্যি নয়।’ এরপর প্রশ্ন আসে, ‘কবীর সিং’ সিনেমার প্রস্তাব নাকি প্রথমে তার কাছেই এসেছিল। অজয় তৎক্ষণাৎ বলেন, ‘না। এটা পুরোপুরি গুঞ্জন! এতে কান দেবে না।’
 
অজয় খুব কম সাক্ষাৎকার দেন- এমনও বলেন কেউ কেউ। এ প্রসঙ্গে অজয় বলেন, ‘এটা গুঞ্জন নয়। কারণ আমি একজন অন্তর্মুখী ব্যক্তি। আমি বিশ্বাস করি, আমার কাজই আমার হয়ে কথা বলবে। বেশি কথা বলার দরকার নেই। আমি সবসময়ই এমন ছিলাম। শুরুতে মানুষ বলেছিল আমি ভুল পেশায় আছি। এটি আমার জন্য এক্সট্রাভার্সট হতে হবে এবং নিজের কাজ নিয়ে কথা বলতে হবে। কিন্তু আমি মনে করতাম যে আমি আমার কাজ আমার মতো করব। বাকিটা এটা স্রষ্টার হাতে। এখন আমি মনে করি, যা করেছি ঠিকই করেছি।’
 
এদিকে ১ মে মুক্তি পেয়েছে অজয় দেবগন অভিনীত সিনেমা ‘রেইড ২’। এটি একটি ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা। এটি নির্মাণ করেছেন রাজ কুমার গুপ্তা এবং প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষাণ কুমার, কুমার মঙ্গত পাঠক ও অভিষেক পাঠক।
 
২০১৮ সালের হিট সিনেমার ‘রেইড’র সিক্যুয়েল এটি। এতে অজয় দেবগণ আবারও আইআরএস অফিসার অময় পট্টনায়ক চরিত্রে অভিনয় করছেন। এর মূল খলচরিত্রে রয়েছেন রীতেশ দেশমুখ। অজয়ের স্ত্রীর ভূমিকায় ইলিয়ানা ডি’ক্রুজের পরিবর্তে বাণী কাপুর অভিনয় করেছেন।

এমআর/টিএ


Share this news on: