প্রেমিকাকে ঘুষি মারলেন: অলিম্পিক পদকজয়ী গ্রেফতার

দুইবারের অলিম্পিক ১০০ মিটার দৌড়ের পদকজয়ী মার্কিন অ্যাথলেট ফ্রেড কারলি যুক্তরাষ্ট্রের মায়ামিতে গ্রেফতার হয়েছেন। অভিযোগ, তিনি তার সাবেক প্রেমিকা ও সহ-অ্যাথলেট অলিম্পিক হার্ডলার আলাইশা জনসনকে মুখে ঘুষি মেরেছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার, ফ্লোরিডার ডানিয়া বিচের একটি হোটেলে। ওই সময় কারলি ‘গ্র্যান্ড স্লাম ট্র্যাক’ সিরিজের দ্বিতীয় প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তুতি নিচ্ছিলেন। শুক্রবার থেকে শুরু হওয়া ওই প্রতিযোগিতায় শনিবার ১০০ মিটার ও রবিবার ২০০ মিটারে দৌড়ানোর কথা ছিল তার।

ব্রোয়ার্ড কাউন্টি শেরিফ অফিসের বরাতে সিবিএস ও রয়টার্স জানায়, কারলির বিরুদ্ধে ‘ব্যাটারি–টাচ অর স্ট্রাইক’ (অর্থাৎ শারীরিকভাবে আঘাত করা) অভিযোগ আনা হয়েছে। শুক্রবার আদালতে হাজির হয়ে তিনি ১,০০০ মার্কিন ডলারের জামিনে মুক্তি পান।

কারলির আইনজীবী রিচার্ড কুপার একটি বিবৃতি দিয়ে বলেছেন, ‘আমরা নিশ্চিত যে এই মামলাটি শীঘ্রই খারিজ হয়ে যাবে।'

এদিকে গ্র্যান্ড স্লাম ট্র্যাক আয়োজক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘ফ্রেড কারলি গত রাতে গ্রেফতার হয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তিনি এই সপ্তাহান্তে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন না। আমাদের এই মুহূর্তে আর কোনো মন্তব্য নেই।'

আলাইশা জনসনেরও ওই প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল।

কারলি ২০২০ টোকিও অলিম্পিকে ১০০ মিটারে রৌপ্য এবং সদ্য সমাপ্ত ২০২৪ প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছেন। তিনি গত মাসে কিংস্টনে অনুষ্ঠিত গ্র্যান্ড স্লাম ট্র্যাক সিরিজের প্রথম পর্বেও অংশ নিয়েছিলেন।

আরএম/এসএন



Share this news on:

সর্বশেষ