মোদিকে দেখে চমকে গেলেন কার্তিক!

আসন্ন চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। শ্রীলীলার সঙ্গে তার অনস্ক্রিন রসায়ন ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই ব্যস্ততার মধ্যেই তিনি উপস্থিত ছিলেন মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিট’ (ওয়েভস)-এ।

সাদা পাজামা ও পাঞ্জাবির উপরে জ্যাকেট, লম্বা চুল ও দাড়ি— এই বেশে উপস্থিত হন তিনি। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখেই জনসমক্ষে ক্ষমা চাইলেন তিনি।

সেই অনুষ্ঠানে কার্তিক বলেন, ‘প্রধানমন্ত্রীজি, আমি সত্যিই খুব দুঃখিত। আমার হৃদ্‌স্পন্দন বেড়ে গিয়েছে। এই প্রথম আপনার সামনে আমি কোনও কথা বলব। আমি চেষ্টা করব, আপনার সামনে সংযত থাকতে।’

এরপরেই ঘাবড়ে গিয়ে কার্তিক আর বলেন, ‘যদি আমি কোনও ভুল করে ফেলি, দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। ওয়েভস-এর চারটি স্তম্ভ— সৃজনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও অন্তর্ভুক্তি।’

উল্লেখ্য, ‘ভুলভুলাইয়া ৩’-এর সাফল্যের পরে কার্তিক ব্যস্ত অনুরাগ বসুর ছবি নিয়ে। এই ছবির জন্য গ্যাংটকেও কিছুদিন শুটিং করেছেন অভিনেতা। ছবির নাম এখনও স্থির হয়নি। এই ছবিতে কার্তিকের বিপরীতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রীকে শ্রীলীলাকে। ২০২৬ সালে এই ছবি মুক্তি পাবে।

আরএ/টিএ

Share this news on: