ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদের পদত্যাগ

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মোবারক পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের এই ঘোষণা দিয়েছেন তিনি।
 
সরকারে রদবদল আনতে ব্যর্থতা-সহ বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হয়ে আহমেদ আওয়াদ বিন মোবারক ইয়েমেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে বিবৃতিতে জানিয়েছেন তিনি।

দেশটির সরকারের ছয়টি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, ইয়েমেনের প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমির সঙ্গে ক্ষমতাকেন্দ্রিক দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ। এর আগে, সরকারের মন্ত্রিসভার অন্তত ১২ জন মন্ত্রীকে বরখাস্ত করার জন্য প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধানকে অনুরোধ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি প্রধানমন্ত্রী অনুরোধ প্রত্যাখ্যান করেন। এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার ক্ষমতার দ্বন্দ্ব প্রকাশ্যে আসে।
 
সূত্রগুলো বলেছে, আহমেদ আওয়াদ পদত্যাগ করায় দেশটির অর্থমন্ত্রী সালেম সালেহ বিন ব্রাইক নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন।আহমেদ আওয়াদ দীর্ঘদিন ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করার পর গত বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নিযুক্ত হন। ২০১৫ সালে ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথিদের অপহরণের শিকার হয়েছিলেন আহমেদ আওয়াদ। ইয়েমেনের তৎকালীন প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর আল-হাদির সঙ্গে হুথি বিদ্রোহীদের দ্বন্দ্বের সময় ইয়েমেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ হিসাবে দায়িত্ব পালন করে খ্যাতি অর্জন করেছিলেন তিনি।
 
লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলার সক্ষমতা ধ্বংস ও তাদের সামরিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা বৃদ্ধির মাঝেই ইয়েমেনি প্রধানমন্ত্রী পদত্যাগের এই ঘোষণা দিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর মার্চ থেকে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক অভিযান শুরু হয়েছে।

এক দশকেরও বেশি সময় ধরে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল নেয় এবং দেশটির সরকারকে ক্ষমতাচ্যুত করে। হুথিদের তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সরকার দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে পালিয়ে যেতে বাধ্য হয়। বর্তমানে ইয়েমেনের উত্তর ও পশ্চিমাঞ্চলসহ দেশটির বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ রয়েছে ইরান-সমর্থিত এই গোষ্ঠীর হাতে।

এমআর/এসএন


Share this news on: