বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা জনগণের অভিপ্রায় ও মনোভাব বুঝতে পারেনি বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার।
শুক্রবার (২ মে) দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সভায় নতুন বাংলাদেশ গঠনে তিনটি মৌলিক নীতি প্রস্তাব করেন ফরহাদ মজহার। তাঁর প্রস্তাব অনুযায়ী—
১. রাষ্ট্র এমন কোনো আইন প্রণয়ন করতে পারবে না যাতে ব্যক্তির অধিকার ও মর্যাদা ক্ষুণ্ন হয়,
২. রাষ্ট্র এমন কোনো নীতি গ্রহণ করতে পারবে না, যা প্রাণ-পরিবেশ-প্রকৃতির ক্ষতি করে এবং
৩. রাষ্ট্র এমন কোনো পদক্ষেপ নিতে পারবে না যাতে মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়ে।
তিনি বলেন, "এই তিনটি নীতির ভিত্তিতে যদি রাজনৈতিক দলগুলো আন্দোলনে নামে, তাহলে বাংলাদেশে পরিবর্তন আসতে ছয় মাসের বেশি সময় লাগবে না। এমনকি নির্বাচন আয়োজনেও ছয় মাসের বেশি প্রয়োজন হবে না।"
গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে ফরহাদ মজহার বলেন, "জনগণের ক্ষমতা জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে। আমাদের বিকেন্দ্রীকরণ ব্যবস্থার দিকে যেতে হবে। গণতন্ত্র মানে কেন্দ্রীয় সরকার নয়, স্থানীয় সরকারই গণতন্ত্রের মূল ভিত্তি হওয়া উচিত।"
এ সময় জেলা প্রশাসনের মাধ্যমে ক্ষমতা বিকেন্দ্রীকরণের ওপরও জোর দেন তিনি।
মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর ইস্যুতে তিনি বলেন, "আমি মনে করি, রাখাইনে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত উচিত হবে না।"
এসএস