দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সিরাজগঞ্জে বিএনপির ৮ নেতার পদ স্থগিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও এনায়েতপুর থানার বিএনপি ইউনিটের ৮ নেতার পদ স্থগিত করেছে জেলা বিএনপি। একই সঙ্গে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

শুক্রবার (২ মে) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত দুইটি আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থগিত হওয়া নেতাদের মধ্যে রয়েছেন— হেলাল সরকার, মিজানুর রহমান, বেলাল হোসেন, মুকুল হোসেন, আশরাফুল ইসলাম মিন্টু, হায়দার আলী, সাখাওয়াত হোসেন শাবু (উল্লাপাড়া), আব্দুর রশিদ সরকার (জালালপুর, এনায়েতপুর থানা)

এদের বিরুদ্ধে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ স্থগিত করা হয়েছে।

অন্যদিকে, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও পৌর ছাত্রদলের তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে তাদের সংশ্লিষ্ট কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্তরা দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এসএস

Share this news on: