জিৎ-কে নিয়ে এবার বলিউডে তুমুল চর্চা! হিন্দি ওয়েব সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ তাঁর দুর্দান্ত অভিনয় দর্শক থেকে শুরু করে সমালোচকদেরও মুগ্ধ করেছে। প্রথম হিন্দি প্রজেক্টেই তিনি মাত করেছেন—তা-ও আবার নীরজ পাণ্ডে প্রযোজিত বিগ বাজেটের সিরিজে!
বলিউডের একাধিক প্রযোজক এখন তাঁর স্ক্রিন প্রেজেন্স, কণ্ঠের গভীরতা এবং নিখুঁত হিন্দি উচ্চারণে মুগ্ধ। গুঞ্জন বলছে, জিৎ ইতিমধ্যেই একটি বড় বাজেটের হিন্দি সিনেমার জন্য প্রস্তাব পেয়েছেন—দ্বিতীয় মুখ্য চরিত্রে অভিনয়ের সম্ভাবনা প্রবল।
চরিত্রটি হতে পারে স্পেশাল ফোর্সের কোনও দুঁদে অফিসার, ইন্টেলিজেন্স ইউনিটের গোপন এজেন্ট কিংবা একেবারে দুর্ধর্ষ কোনও অ্যাকশন-হিরো বা গ্রে-শেডে মোড়া ভয়ঙ্কর প্রতিপক্ষ।
যদিও অফিশিয়াল ঘোষণা এখনও আসেনি, তবে ঘনিষ্ঠ সূত্র বলছে—জিৎ তাঁর টিমের সঙ্গে বসে এই প্রজেক্ট নিয়ে আলোচনাও শুরু করে দিয়েছেন।
জিৎ নিজেই জানিয়েছেন, “আমি হিন্দিভাষী, কিন্তু বাংলা ছিল আমার চ্যালেঞ্জ। হিন্দি আমার ইউএসপি। বলিউডে কাজ করার ইচ্ছে ছিল বহুদিন ধরেই, অবশেষে সুযোগ এল!”
‘সাথী’ দিয়ে ক্যারিয়ার শুরু করে ‘অসুর’, ‘রাবণ’ (যার হিন্দি সংস্করণ মুক্তি পেয়েছে) এবং সবশেষে ‘খাকি’-র মতো প্রজেক্টে নিজের অভিনয়ের গভীরতা দেখিয়ে দিয়েছেন তিনি।
টলিউডের যিশু সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত, স্বস্তিকার মতো তারকারা ইতিমধ্যেই বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। আর এখন সেই লিস্টে জিৎ-এর নাম জুড়তে চলেছে—এটা একপ্রকার নিশ্চিত।
প্রশ্ন একটাই—জিৎ কবে তাঁর বলিউড অভিষেকের আনুষ্ঠানিক ঘোষণা করবেন? কারণ, তাঁর তরফে যে ঘোষণাটা আসতে চলেছে, সেটাই হতে পারে টালিউড-বলিউডের সংযোগে পরবর্তী বড় চমক!
এসএন