কোচ হিসেবে রিয়ালে যোগ দেওয়ার গুঞ্জন- আলোনসোর প্রতিক্রিয়া

রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ কে হবেন—এই প্রশ্ন এখন ইউরোপজুড়ে ফুটবলপ্রেমীদের মাথায় ঘুরপাক খাচ্ছে। কেউ বলছেন, অনচেলত্তি ব্রাজিল চলে যাচ্ছেন, তো কেউ জোর দিয়ে বলছেন—‘আলোনসো ফিরছেন সান্তিয়াগোতে।’ তবে এই গুঞ্জনের মধ্যেই চমৎকার এক দৃঢ়তা ও ধৈর্যের বার্তা দিলেন জাবি আলোনসো নিজেই।

‘আমি জানি না, কিছু নতুন নেই।’—সোজাসাপটা এই কথাতেই জল্পনার আগুনে জল ঢেলে দিলেন বায়ার লেভারকুজেনের এই স্প্যানিশ কোচ। রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য না করলেও, আলোনসোর কণ্ঠে ছিল পরিপক্বতা ও পেশাদারিত্বের ছাপ— ‘এই মুহূর্তে আমাদেরও লক্ষ্য আছে, তাদেরও। মৌসুম শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ।

২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত রিয়ালের মিডফিল্ডের স্তম্ভ ছিলেন আলোনসো। তাই কোচ হিসেবে ফিরবেন—এমন ধারণা অমূলক নয়। তবে বর্তমান কোচ কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়, কোপা দেল রে ফাইনালে বার্সার কাছে হার এবং লা লিগায় পিছিয়ে থাকা—সব মিলিয়ে ক্লাবের সঙ্গেও চলছে আলোচনার টানাপোড়েন।

এই পরিস্থিতিতে আলোনসো যেন এক নিঃশব্দ দর্শক। ‘প্রতিটি দিন আমরা প্রস্তুতি নিচ্ছি ম্যাচের জন্য, এটুকুই আমার দায়িত্ব,’ বললেন তিনি। এদিকে লেভারকুজেন কর্তৃপক্ষও তাকে ধরে রাখতে চায়, যদিও সম্ভাব্য বিকল্প হিসেবে আলোচনায় এসেছেন এরিক টেন হাগ ও সাবেক বার্সা কোচ জাভিও।

২০২২ সালে যখন আলোনসো লেভারকুজেনের দায়িত্ব নেন, ক্লাব তখন অবনমন অঞ্চলে। সেখান থেকে জার্মান কাপ ও বুন্দেসলিগা ডাবল এনে দেওয়া যেন এক ফুটবল রূপকথা। তাই তাকে হারাতে চায় না ক্লাবটি। যদিও এবার মৌসুমটা আগের মতো রঙিন নয়—জার্মান কাপ থেকে বিদায় ও বুন্দেসলিগা শিরোপাও সম্ভবত হাতছাড়া হচ্ছে।

জাবি আলোনসো জানেন—সঠিক সময়ই সব প্রশ্নের উত্তর দেবে। ‘আমরা অপেক্ষায় আছি, এখনো সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি,’—এই শান্ত ভঙ্গি যেন বলে দিচ্ছে, কোচ শুধু মাঠের কৌশল নয়, মনস্তত্ত্বেও এক জন শিল্পী। এবার দেখার, আগামী মৌসুমে আলোনসোর ক্যানভাসে কোন ক্লাবের রঙ লাগে!

টিকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ভারতের পাকিস্তান হামলায় গম্ভীর ও আকাশ চোপড়ার সমর্থন May 07, 2025
img
পাল্টাপাল্টি সংঘর্ষে ১০ ভারতীয়, ৮ পাকিস্তানির প্রাণহানি May 07, 2025
img
অহনার প্রাক্তনের কথা জানালেন শামীম May 07, 2025
ঋণের টাকা বাড়িয়ে নেয়া কি জায়েজ? | ইসলামিক জ্ঞান May 07, 2025
img
টানা চার দিন তাপপ্রবাহের পূর্বাভাস May 07, 2025
img
ঝিনাইদহে পুলিশের ওপর হামলা, আটক ৪ May 07, 2025
img
পাকিস্তানের দাবি : ভারতীয় সেনাবাহিনী সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়েছে May 07, 2025
img
পাকিস্তানে ভারতের হামলায় দুঃখ প্রকাশ চীনের, সংযমের আহ্বান May 07, 2025
img
ইসলামাবাদেও স্কুল বন্ধ ঘোষণা, লোকজনকে ঘরে থাকার নির্দেশ May 07, 2025
img
জম্মু ও কাশ্মীরে ৩টি যুদ্ধবিমান বিধ্বস্ত, জানালো ভারতের সরকারি সূত্র May 07, 2025