ভারতের পাকিস্তান হামলায় গম্ভীর ও আকাশ চোপড়ার সমর্থন

পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের হামলাকে সমর্থন জানিয়েছেন ভারতীয় সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর ও আকাশ চোপড়া। নিজেদের অবস্থান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তারা।

গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তান ও পাকিস্তান–নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের ৯টি স্থাপনায় হামলা চালায় ভারত। এই হামলাকে ‘অপারেশন সিঁদুর’ নাম দেয় ভারতের সশস্ত্র বাহিনী।

পাকিস্তানে হামলা চালানোয় ভারতীয় বাহিনীকে ‘স্যালুট’ জানান গম্ভীর-আকাশ চোপড়া। তারা ভারতের বাহিনীর সমর্থনে ‘জয় হিন্দ’ স্লোগান তোলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে গম্ভীর লেখেন, ‘জয় হিন্দ’। ওই পোস্টে একটি ছবিও যোগ করেন, যা ভারতীয় সেনাবাহিনী কর্তৃক ইনস্টাগ্রামে প্রকাশিত ছবি। যেখানে লেখা- ‘অপারেশন সিঁদুর’।

গম্ভীর-আকাশদের সঙ্গে সুর মিলিয়েছেন ভারতের আরও কয়েকজন ক্রিকেটার। তাদের অন্যতম হলেন- প্রাগইয়ান ওঝা ও কলকাতা নাইট রাইডার্সের ম্পিনার বরুণ চক্রবর্তী। সবাই ‘অপারেশন সিঁদুর’ লেখা সেই ছবিটি নিজেদের স্যোসাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন।

মঙ্গলবার পাকিস্তানের পাঞ্চাব ও আজাদ কাশ্মীরের ৬টি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এই হামলায় নারী ও শিশুসহ পাকিস্তানের ৮ জন বেসামরিক নাগরিক নিহত ও ৩৫ জন আহত হয়। ভারতের এই হামলাকে কাপুরুষোচিত বলে মন্তব্য করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

ভারতের হামলার জবাবে রাতেই পাল্টা হামলা চালায় পাকিস্তান। দেশটির সেনাবাহিনী দাবি করে, তারা হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশিচৌকি গুঁড়িয়ে দিয়েছে।

ভারতের সেনাবাহিনী বলছে, কাশ্মীরে পাকিস্তানি সেনাদের ছোড়া গোলার আঘাতে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এর আগে গেল ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। পাকিস্তান ভারতের এই দাবি অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়।

এরপরই দু'দেশের পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা বাড়তে থাকে। যার সর্বশেষ পরিণতি মঙ্গলবার রাতের হামলা।

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আজ সর্বদলীয় বৈঠকে বসছে ভারত May 08, 2025
img
বাংলাদেশ নয়, ভবিষ্যৎ ভারতের মাটিতে খুঁজছেন এই তারকারা! May 08, 2025
img
জাকারবার্গ এখন বিশ্বের দ্বিতীয় ধনী, পেছনে ফেললেন বেজোসকে May 08, 2025
img
রাফাল ভূপাতিতের ইতিহাসে প্রথম নজির গড়ল পাকিস্তান? May 08, 2025
img
আইএমএফের কঠোর শর্ত: বাংলাদেশ ছাড় দেওয়ার পক্ষে নয় May 08, 2025
img
ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে: শাহবাজ শরিফ May 08, 2025
img
শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজানুর রহমান গ্রেফতার May 08, 2025
img
স্থানীয়দের হাতে নারীসহ আটক, ৪ লাখ দেনমোহরে বিয়ে রাবি শিক্ষকের May 08, 2025
img
ভারত-পাকিস্তান উত্তেজনা: সিলেট সীমান্তে সতর্ক অবস্থানে পুলিশ May 08, 2025
img
বিচারকের স্বাক্ষর জাল করে জামিন, দায়ীদের শনাক্তে তদন্ত শুরু May 08, 2025