জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, মর্যাদার প্রশ্নে বাংলাদেশের মানুষ এখন একাট্টা। ভারত সীমান্তে উত্তেজনা বা অপ্রীতিকর ঘটনা রোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনতাও সাহসিকতার সঙ্গে ভূমিকা রাখছে। এটি ২৪-এর গণঅভ্যুত্থানের শিক্ষা এবং অন্যায়ের প্রতিবাদের অনন্য দৃষ্টান্ত।
আজ শনিবার ( ৩ মে ) দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার দেউতি এলাকায় যুব সমাজের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনে তিনি এসব কথা বলেন।
আখতার বলেন, স্বৈরাচার হাসিনা বিগত ১৬ বছর বাংলাদেশকে ভারতের কাছে একটি পুতুল রাষ্ট্রে পরিণত করেছেন। পরিবর্তিত প্রেক্ষাপটে যখন এদেশের মানুষ তাদের হারানো মর্যাদা পুনরুদ্ধারে লড়াইয়ে নেমেছে, ঠিক তখনই ভারত সীমান্তে উত্তেজনা সৃষ্টি করছে।
উত্তরের তিস্তা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে বাঁধ নির্মাণসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। এসব বাস্তবায়িত হলে তীরবর্তী অঞ্চলের দৃশ্যপট পাল্টে যাবে বলে আশা প্রকাশ করেন আখতার হোসেন।
একইসঙ্গে এই অঞ্চলের অর্থনৈতিক জোনগুলো দৃশ্যমান করতে সরকারকে দ্রুত মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় এনসিপির রংপুর জেলা সংগঠন ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান, রংপুর মহানগর সংগঠক প্রভাষক এম আলমগীর কবির, মনিরুল ইসলাম সুমন, আলমগীর নয়নসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
আরএম/এসএন