এক সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে রেকর্ড রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

শ্রীলঙ্কার মাটিতে বেশ দাপুটে পারফর্ম করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা যুব টাইগাররা চতুর্থ ওয়ানডেতে নেমে রেকর্ড সংগ্রহ পেয়েছে। জাওয়াদ আবরারের সেঞ্চুরি এবং রিজান হাসানের ৮২ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৬ রান তুলেছে বাংলাদেশ। যা বিদেশের মাটিতে ওয়ানডেতে অনূর্ধ্ব-১৯ দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
 
এর আগে ওয়ানডেতে বাংলাদেশ যুবাদের সর্বোচ্চ পুঁজি ছিল ৩৪০ রান। ২০১৯ সালের সেই ম্যাচেও প্রতিপক্ষ ছিল লঙ্কান যুবারা। যেখানে তাওহীদ হৃদয় ১২৩ রানের দারুণ এক ইনিংস খেলেন। ওয়ানডের সর্বোচ্চ রানের তালিকায় এরপর ছিল একই বছর নিউজিল্যান্ডের বিপক্ষে করা ৩১৬ রান। আজ সেই রানও টপকে গেলেন জাওয়াদ-রিজানরা। চলমান সিরিজেও প্রথমবার তিনশ পেরোনো ইনিংস দেখা গেল আজ।

কলম্বো ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল সফরকারী বাংলাদেশ। কালাম সিদ্দিকীর (১৯) বিদায়ে ৪৯ রানে ভাঙে ওপেনিং জুটি। এরপর অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে (২৩) ফিরতে হয় দুর্ভাগ্যের রানআউটে কাটা পড়ে। তৃতীয় উইকেটে জাওয়াদ আর রিজানের জুটি আর পেছনে তাকাতে দেয়নি বাংলাদেশকে। দুজন মিলে স্কোরবোর্ডে ১৩৫ রান যোগ করেন। বাংলাদেশের বড় পুঁজির ভিতটাও গড়েন এই দুজন।
 
১১৫ বলে ১৪টি চার ও ৩ ছক্কায় ১১৩ রান করেছেন জাওয়াদ। ৭৭ বলে রিজান ৮২ রানের ইনিংসটি সাজান ৫টি চার ও ৩ ছক্কায়। এরপর আর বড় জুটি না হলেও কয়েকটি ক্যামিও বিদেশের মাটিতে যুব টাইগারদের সর্বোচ্চ পুঁজি এনে দেয়। আবদুল্লাহ ২৭ বলে ৩২, দেবাশীষ দেবা ১১ বলে ১৯ এবং আল ফাহাদ ৫ বলে ১৯ রানের ইনিংস খেলেন।
রদের সর্বোচ্চ পুঁজি এনে দেয়। আবদুল্লাহ ২৭ বলে ৩২, দেবাশীষ দেবা ১১ বলে ১৯ এবং আল ফাহাদ ৫ বলে ১৯ রানের ইনিংস খেলেন।

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন রাসিথ নিমসারা। এ ছাড়া থারুসা নাভদ্য ২ এবং সানুজা নিন্দুওয়ারা এক উইকেট নিয়েছেন।

এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

img
৪ মে: ইতিহাসের পাতায় আজকের দিন May 04, 2025
img
তিন বছর সক্রিয় না থাকলে নির্বাচনে সুযোগ নয়: ড. এম সাখাওয়াত হোসেন May 04, 2025
img
শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত ৫ May 04, 2025
img
কোনো ফ্যাসিস্টের সঙ্গে আমার সম্পর্ক নেই: বিসিবি সভাপতি May 04, 2025
img
চট্টগ্রামে দেশের সবচেয়ে বড় ক্যান্সার হাসপাতাল হবে: আমীর খসরু May 04, 2025
img
যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী যেভাবে জন্মদিন উদযাপন করবেন ট্রাম্প May 04, 2025
img
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার May 04, 2025
img
দক্ষিণ সুদানে হাসপাতালে বিমান হামলায় প্রাণ গেল ৭ জনের May 04, 2025
img
হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা নিউটন গ্রেফতার May 04, 2025
img
তোপের মুখে রিপাবলিক বাংলা ও ময়ূখ রঞ্জন May 04, 2025