কোহলির সঙ্গে শুবমানের তুলনা করলেন জাদেজা

আইপিএল ২০২৫-এ গুজরাট টাইটান্স আছে দুর্দান্ত ফর্মে। তার অন্যতম প্রধান কারণ তাদের অধিনায়ক শুবমান গিলের আগুনে ফর্ম। সে ছন্দটা তিনি গেল শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেও ধরে রেখেছেন। ৩৮ বলে ৫৫ রানের ইনিংস খেলেছেন। তাতে তার দলও জিতেছে ৩৮ রানে।

চলতি আসরে তার ফিফটির সংখ্যা দাঁড়াল ৫ এ, এটি ছিল তার টানা তৃতীয় ফিফটি। ১০ ম্যাচে ১০ ইনিংসে ব্যাট করেছেন তিনি। এই সময়ে তার সংগ্রহ ৪৬৫ রান। এই রান গুজরাটকে প্লে-অফ দৌড়ে শক্ত অবস্থানে রেখেছে। বর্তমানে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে তার দল গুজরাট টাইটান্স।

গিলের এই ধারাবাহিক ব্যাটিং মুগ্ধ করেছে অনেককেই। তেমনই গুণমুগ্ধদের একজন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা। তার মুগ্ধতার রেশ এতটাই যে, তিনি শুবমানকে কোহলির সঙ্গেই তুলনা করে বসলেন এবার। হায়দরাবাদ ম্যাচ শেষে তিনি বলেন, ‘গিলের জন্য এখন যেন সবকিছুই স্বাভাবিক। এমন ধারাবাহিক পারফরম্যান্স দেখে মনে হয়, আমাদের দেশে যেমন বিরাট কোহলি আছে, গিলও কোনো অংশে কম নয়। তাদের ব্যাটিংয়ের ধরনেও মিল আছে—দুজনই খুব কম রিস্ক নেয়, নিজের উইকেটকে অনেক মূল্য দেয়। বোলারের ভুলের অপেক্ষা করে, অযথা শট খেলতে যায় না।’

জাদেজা মনে করেন, গিলের স্কিল সবসময়ই অসাধারণ ছিল, তবে এবারের ইনিংসে তার ব্যাটিংয়ে নতুন কিছু যোগ হয়েছে। তিনি বলেন, ‘আজ যেভাবে কভার ড্রাইভ খেলেছে, যেভাবে মিড-উইকেট দিয়ে কামিন্সকে ছক্কা মারলো—এগুলো নতুন মাত্রা। শক্তিও দেখাচ্ছে, সৌন্দর্য তো ছিলই। সব মিলিয়ে, আজকের ইনিংস ছিল পূর্ণতা পাওয়া এক ব্যাটসম্যানের পরিচয়।’

ফিল্ডিংয়েও গুজরাট টাইটান্স ছিল দুর্দান্ত। বিশেষ করে রশিদ খানের প্রায় ৩২ মিটার দৌড়ে নেওয়া ডাইভিং ক্যাচটি নিয়ে জাদেজা বলেন, ‘যতটা না ক্যাচ, তার চেয়ে বেশি ছিল মনোভাবের বহিঃপ্রকাশ। রাজস্থানের বিপক্ষে হারের পর আজ যেন দলটা ফিরে আসার জন্য সবকিছু দিয়ে দিয়েছে। এমন এনার্জি আমি গুজরাটের ফিল্ডিংয়ে আগে দেখিনি। এটা ছিল জয়ের ক্ষুধা।’

এমআর/এসএন


Share this news on: