‘স্ত্রী ২’এর সাফল্যের পর কত টাকা পারিশ্রমিক চাইছেন শ্রদ্ধা কাপুর?

রুপালি দুনিয়ায় তাঁর জৌলুস ঠিক অন্য নায়িকাদের মতো নয়। বরং শ্রদ্ধা কাপুর আলোচনায় থাকেন নানা কারণে। কখনও তিনি সমাজমাধ্যমে অনুসরণকারীর সংখ্যায় টেক্কা দেন ভারতের প্রধানমন্ত্রীকে, কখনও আবার সমাজমাধ্যমে সমালোচনা শুরু হয় তাঁর অভিনয় প্রতিভা নিয়েই। কিন্তু তাতে বিশেষ কিছু হেলদোল হয় কি অভিনেত্রীর? মনে হয় না।
 
বলিউডের খলনায়ক শক্তি  কাপুরের মেয়ে শ্রদ্ধা অবশ্য মাটিতে পা রেখে চলতেই পছন্দ করেন। দেখলেই মনে হয় যেন পাশের বাড়ির মেয়েটি। এরই মধ্যে তিনি শুরু করেছেন ঝুটো গয়নার ব্যবসা। প্রচারে বলেছেন, সোনার গয়না পরার সাধ্য ভারতে আছে খুব কম মানুষের। তাই বলে কি সাজবেন না সকলে? সাধ্যের মধ্যে সাধ পূরণ করতে চান শ্রদ্ধা!

এ বার সেই শ্রদ্ধা সম্পর্কেই এল নতুন তথ্য। গত বছর তাঁর অভিনীত ‘স্ত্রী ২’ ছবিটি ব্যাপক সাফল্য পেয়েছিল। তবে এই প্রথম নয়, রাজকুমার রাওয়ের সঙ্গে এর আগে ‘স্ত্রী’ ছবিটিও ছিল জনপ্রিয়। দ্বিতীয় ছবির সাফল্যের পর নাকি শ্রদ্ধা নিজের পারিশ্রমিক প্রায় দ্বিগুণ করে ফেলেছেন। শোনা যাচ্ছে, আগামী দিনে তাঁকে দেখা যাবে একতা কপূকের একটি থ্রিলারে।

ছবিটি পরিচালনা করবেন রাহি অনিল বার্ভে। চলতি বছরের দ্বিতীয়ার্ধেই শুটিং শুরু হওয়ার কথা। এরই মধ্যে শোনা যাচ্ছে, ছবিটির জন্য ১৭ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন শ্রদ্ধা। শুধু তা-ই নয়, ছবির লভ্যাংশও তাঁর প্রাপ্য হবে, এমনই নাকি লেখা রয়েছে চুক্তিপত্রে। এই প্রথম এত বেশি পারিশ্রমিক দাবি করেছেন শ্রদ্ধা।
 
এর আগে রাজকুমার রাওয়ের পারিশ্রমিক নিয়েও আলোচনা হয়েছিল। ‘স্ত্রী ২’-এর সাফল্যের পর নাকি অভিনেতাও বাড়িয়ে দিয়েছেন তাঁর পারিশ্রমিকের অঙ্ক। শোনা গিয়েছিল তিনি ৫ কোটি টাকা বেশি দাবি করছেন। এ প্রসঙ্গে রাজকুমার বলেন, “আমি প্রতিদিন নতুন নতুন অঙ্কের কথা শুনছি। আমি আমার প্রযোজকের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেব, এত বোকা নই।”

এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

img
সীমান্তের জেলাগুলোতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ May 07, 2025
img
কীসের অপারেশন সিঁদুর, মুখ দিয়ে খারাপ কথা বের হবে : কবীর সুমন May 07, 2025
img
ভারতে হামলার অনুমতি পেল পাকিস্তান সেনাবাহিনী May 07, 2025
img
রাজধানীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে শিক্ষার্থীকে ফেলে দিল ছিনতাইকারীরা May 07, 2025
img
দুদকে হাজির হতে শেখ হাসিনাকে চিঠি May 07, 2025
img
অবৈধ স্থাপনা উচ্ছেদ করার নির্দেশ May 07, 2025
img
নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের May 07, 2025
img
আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া May 07, 2025
img
খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ May 07, 2025
img
পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ May 07, 2025