এক ম্যাচেই দু’বার আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ালেন গিল

গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ব্যাটিংয়ের সময় আউট হয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন গুজরাট টাইটান্সের অধিনায়ক শুবমান গিল। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন তিনি, এবং মাঠেই তর্কে জড়াতে দেখা যায় তাকে। শুধু ব্যাটিংয়ের সময় নয়, হায়দরাবাদের ইনিংস চলাকালেও একটি আম্পায়ারিং সিদ্ধান্তে আবারও মেজাজ হারান গিল।

গুজরাটের ইনিংসের ১৩তম ওভারের শেষ বলে রান আউট হন গিল। নন স্ট্রাইকার প্রান্ত থেকে দৌড়ান তিনি। জস বাটলারের শট সোজা যায় হার্শাল প্যাটেলের হাতে। তিনি বল ধরে দ্রুত ছুড়ে দেন উইকেটরক্ষক হেনরিখ ক্লাসেনকে। উইকেটের একদম কাছেই বল ছোড়েন হার্শাল। বল ধরে ক্লাসেনও দ্রুত উইকেট ভেঙে দেন। মাঠের আম্পায়াররা সিদ্ধান্ত নিতে পারেননি। তারা তৃতীয় আম্পায়ার মাইকেল গফের সাহায্য নেন।

রিপ্লেতে দেখা যায় ক্লাসেন উইকেট ভাঙার সময় গিলের ব্যাট খানিকটা বাইরে ছিল। তবে বার বার বিভিন্ন দিকের ক্যামেরার ছবি দেখেও নিশ্চিত হওয়া যায়নি বল সোজাসুজি উইকেটে লেগেছে নাকি বল উইকেটে লাগার আগেই ক্লাসেনের হাত লেগে উইকেট ভেঙে গেছে। ফলে তৈরি হয় সংশয়। বেশ কয়েকবার রিপ্লে দেখা শেষে তৃতীয় আম্পায়ার গফ হায়দরাবাদের পক্ষে সিদ্ধান্ত নেন।

রান আউট হয়ে মাঠ ছাড়তে হয় গিলকে। ১০টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ৩৮ বলে ৭৬ রানের ইনিংস খেলেন এই ওপেনার। বিতর্কিত এই সিদ্ধান্ত দেখে ক্ষোভে ফেটে পড়েন গিল। আউটের সিদ্ধান্ত নিয়ে তাকে তর্ক করতে দেখা যায় আম্পায়ারদের সঙ্গে।

দ্বিতীয় ঘটনাটি হায়দরাবাদের ইনিংসের ১৪তম ওভারে। প্রসিদ্ধ কৃষ্ণার ওভারের চতুর্থ বলটি লেগ স্টাম্পের লাইনে পড়ে অভিষেক শর্মার পায়ে লাগে। লেগ বিফোরের আবেদন করেন গুজরাটের ক্রিকেটাররা। মাঠের আম্পায়ার আউট দেননি। রিভিউয়ের আবেদন করেন গিল। রিপ্লেতে দেখা যায় বল লেগ স্টাম্পেই ছিল। তবু তৃতীয় আম্পায়ার গফ ‘আম্পায়ার্স কল’ দিলে বেঁচে যান অভিষেক। এই সিদ্ধান্তেও অসন্তুষ্ট গিল মাঠের আম্পায়ারদের সঙ্গে কয়েক মিনিট তর্ক করেন। 

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
৪ মে: ইতিহাসের পাতায় আজকের দিন May 04, 2025
img
তিন বছর সক্রিয় না থাকলে নির্বাচনে সুযোগ নয়: ড. এম সাখাওয়াত হোসেন May 04, 2025
img
শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত ৫ May 04, 2025
img
কোনো ফ্যাসিস্টের সঙ্গে আমার সম্পর্ক নেই: বিসিবি সভাপতি May 04, 2025
img
চট্টগ্রামে দেশের সবচেয়ে বড় ক্যান্সার হাসপাতাল হবে: আমীর খসরু May 04, 2025
img
যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী যেভাবে জন্মদিন উদযাপন করবেন ট্রাম্প May 04, 2025
img
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার May 04, 2025
img
দক্ষিণ সুদানে হাসপাতালে বিমান হামলায় প্রাণ গেল ৭ জনের May 04, 2025
img
হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা নিউটন গ্রেফতার May 04, 2025
img
তোপের মুখে রিপাবলিক বাংলা ও ময়ূখ রঞ্জন May 04, 2025