আইপিএল চলাকালেই ভারতে নতুন লিগের ঘোষণা

আইপিএলের মাঝেই আরেকটি টি-টোয়েন্টি লিগ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ভারত। আগামী ৭ মে অনুষ্ঠিত হবে মুম্বাই টি-টোয়েন্টি লিগের খেলোয়াড় নিলাম।

এবারের আসরে আইকন খেলোয়াড় হিসেবে থাকছেন সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, আজিঙ্কা রাহানে, শার্দুল ঠাকুর, পৃথ্বী শ, শিবম দুবে, তুষার দেশপান্ডে এবং সরফরাজ খান। নিলামের আগে এসব খেলোয়াড় ইতোমধ্যে বিভিন্ন দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

কয়েক বছর বন্ধ থাকার পর এবার আবারো হচ্ছে মুম্বাই টি-টোয়েন্টি লিগ। প্রতিযোগিতার প্রতিটি দল এক জন করে ‘আইকন’ খেলোয়াড়কে চুক্তি করানোর সুযোগ পেয়েছে নিলামের আগে। ‘আইকন’ খেলোয়াড়দের জন্য ২০ লাখ রুপি নির্দিষ্ট করে দিয়েছেন আয়োজকরা।

সূর্যকুমারের সঙ্গে চুক্তি করেছে নাইট মুম্বাই নর্থ ইস্ট। শ্রেয়াস চুক্তিবদ্ধ হয়েছেন সোবো মুম্বাই ফ্যালকনের সঙ্গে। রাহানে যোগ দিয়েছেন বান্দ্রা ব্লাস্টার্সে। পৃথ্বীর সঙ্গে চুক্তি হয়েছে নর্থ মুম্বাই প্যান্থার্সের। দুবে খেলবেন এআরসিএস আন্ধেরির সঙ্গে। শার্দুলকে দেখা যাবে ঈগল থানে স্ট্রাইকার্সের জার্সিতে। সরফরাজ খেলবেন আকাশ টাইগার্স মুম্বাই ওয়েস্টার্ন সাবার্বসের হয়ে। তুষারকে দলে নিয়েছে মুম্বাই সাউথ সেন্ট্রাল মরাঠা রয়্যালস।

মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) সভাপতি আজিঙ্কা নায়েক বলেছেন, 'প্রতিষ্ঠিত ক্রিকেটারদের আইকন ক্রিকেটার হিসাবে বেছে নেওয়া হয়েছে। দলগুলো তাদের পছন্দ মতো আইকন ক্রিকেটারদের চূড়ান্ত করেছে। এখন দল গঠনের প্রক্রিয়া বাকি।'

'৭ মে নিলামে দল গঠন প্রক্রিয়া সম্পন্ন হবে। মুম্বাইয়ের ক্রিকেটারদের জন্য এটা একটা বড় সুযোগ। বিশেষ করে তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা নিজেদের দক্ষতা মেলে ধরার সুযোগ পাবে।'-যোগ করেন তিনি।

আগামী ২৬ মে থেকে ৮ জুন পর্যন্ত হবে এই টুর্নামেন্ট। সব ম্যাচ হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। 

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
কারাগারের দেয়াল টপকে পালানোর চেষ্টা, ভিডিও ভাইরাল May 07, 2025
img
নতুন অটোরিকশার জন্য থাকবে আলাদা ভাড়ার চার্ট ও পার্কিং May 07, 2025
img
সিলেট সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ May 07, 2025
img
অভিনয়ে মেহজাবীন, ব্যক্তিত্বে সাই পল্লবী May 07, 2025
img
সালমান এফ রহমান পরিবারের ৯৪ কোম্পানির শেয়ার ফ্রিজ May 07, 2025
img
পাকিস্তানকে উচিত জবাব! ‘অপারেশন সিঁদুর’ নিয়ে উচ্ছ্বসিত বলিউড তারকারা May 07, 2025
img
সীমান্তবর্তী ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে অমিত শাহর জরুরি বৈঠক May 07, 2025
img
সাবেক প্রতিমন্ত্রী শরীফসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা May 07, 2025
img
পিএসসি সংস্কারে ৮ দফা বাস্তবায়নে বিক্ষোভের ডাক May 07, 2025
img
ভারত-পাকিস্তান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ: প্রেস সচিব May 07, 2025