পাকিস্তানকে উচিত জবাব! ‘অপারেশন সিঁদুর’ নিয়ে উচ্ছ্বসিত বলিউড তারকারা

মধ্যরাতে আচমকা স্ট্রাইক ভারতের। পাক জঙ্গি ঘাটিতে আক্রমণ চালিয়ে ভারত বুঝিয়ে দিল পহেলগাঁও হামলার ফল কী হতে পারে। উরি, বালাকোটের পর এবার অপারেশন সিঁদুর। পাক অধ্যুষিত কাশ্মীর ও পঞ্জাব প্রদেশের তৈরি হওয়া একটা পর একটা জঙ্গি গোষ্ঠীর সদর দফতর থেকে শাখা দফতর ক্ষেপণাস্ত্র মেরে উড়িয়ে দিয়েছে ভারত। ভারতের এই অপারেশন সিঁদুর নিয়ে উচ্ছ্বাস গোটা দেশে। বুধবার ভোর থেকেই সোশাল মিডিয়ায় উপচে পড়েছে ভারত মাতা কি জয়ের স্লোগান। সঙ্গে ভারতীয় সেনাবাহিনীকে কুর্ণিশ জানিয়েছে আট থেকে আশি। সকাল থেকেই ভারতীয় সেনাবাহিনীকে কুর্ণিশ জানিয়েছেন বলিউড তারকারা। সবার মুখে একটাই কথা, পহেলগাঁও হত্যালীলার যোগ্য জবাব অপারেশন সিঁদুর!

সোশাল মিডিয়ায় অপারেশন সিঁদুরের ছবি শেয়ার করেছেন অক্ষয়। ক্যাপশনে অক্ষয় লিখলেন, ‘জয় হিন্দ, জয় মহাকাল’। অন্যদিকে, সুনীল শেট্টি লিখলেন, সন্ত্রাশের কোনও জায়গা নেই। জঙ্গি কার্যকলাপ একেবারে সহ্য করা যাবে না। সুবিচার হবেই। রীতেশ দেশমুখ লিখলেন, ভারতীয় সেনার জয় হোক। ভারত মাতার জয় হোক।

বলিউডের বেশিরভাগ তারকারাই তাঁদের সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অপারেশন সিঁদুরের ছবি। সঙ্গে কুর্ণিশ জানিয়েছেন ভারতীয় সেনাকেও। সবারই একটাই মত, অপারেশন সিঁদুর পাকিস্তানকে পাকিস্তানকে উচিত জবাব!

এসএন 

Share this news on: