গ্রিন রেলওয়ের জন্য ৯৩ কোটি ৫১ লাখ টাকার প্রকল্প

দেশে পরিবেশবান্ধব ‘গ্রিন রেল’ পরিবহন ব্যবস্থা চালুর প্রস্তুতি হিসেবে বাংলাদেশ সরকার ৯৩ কোটি ৫১ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে। ‘গ্রিন রেলওয়ে পরিবহন প্রস্তুতিমূলক কারিগরি সহায়তা’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে রেলপথ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ রেলওয়ে। সম্প্রতি একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পায়।

২০২৭ সালের মার্চের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ সরকার ২৮ কোটি ৩৭ লাখ টাকা এবং বাকি ৬৫ কোটি ১৪ লাখ টাকা বিশ্বব্যাংকের আইডিএ ঋণ থেকে অর্থায়ন করা হবে।

প্রকল্পের আওতায় ঢাকা-চট্টগ্রাম করিডোরের কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন, চট্টগ্রামের ফৌজদারহাট থেকে গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) হয়ে পতেঙ্গা ও মিরসরাই পর্যন্ত রেল সংযোগ এবং অবকাঠামো উন্নয়নের সম্ভাব্যতা সমীক্ষা চালানো হবে।

বিশ্বব্যাংকের অর্থায়নে স্টেশন ভবন ও মাল্টিমডাল পরিবহন হাব তৈরির প্রাথমিক পরিকল্পনা, রক্ষণাবেক্ষণ সুবিধা স্থানান্তর এবং মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে রেল সংযোগ স্থাপনসহ একাধিক খাতে ব্যয় করা হবে। কমিশনের এক কর্মকর্তা জানান, প্রকল্পটির অংশ হিসেবে ফৌজদারহাট থেকে বে টার্মিনাল পর্যন্ত রেল সংযোগ এবং পরিবহন সরঞ্জাম ক্রয়ের পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও জানান, পরিবেশবান্ধব এই রেল ব্যবস্থা চালু হলে কার্বন নিঃসরণ হ্রাস পাবে, যা পরিবেশ রক্ষার পাশাপাশি সহজ যোগাযোগ, কম খরচে পরিবহন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
হাসিনা-পুতুলসহ পেছালো ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতার প্রতিবেদন May 04, 2025
অবৈধ বিদুৎতের লাইন কাটলো May 04, 2025
তামিমের লেভেলে এখনো কেউ নাই, যাকে ভরসা করা যায়; ইরফান সাজ্জাদ May 04, 2025
img
বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন May 04, 2025
সাকিবের বিকল্প বাংলাদেশে নাই, ক্রিকেটে এখনো তাকে দরকার; ইরফান সাজ্জাদ May 04, 2025
img
এবার বিলাওয়াল ভুট্টো ও ইমরান খানের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করলো ভারত May 04, 2025
আরেক দফা কমলো স্বর্ণের দাম May 04, 2025
অটোরিকশা বন্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন May 04, 2025
বিমান ছেড়ে যে কারণে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে খালেদা জিয়াকে May 04, 2025
img
আজ হচ্ছে না চিন্ময় দাসের জামিন শুনানি May 04, 2025