গর্ভে বাড়ছে সন্তান। তবু কাজে ফাঁকি নেই। সব ঠিকঠাক থাকলে দুনিয়া কাঁপানো ফ্যাশন ইভেন্ট মেট গালার লাল গালিচায় অভিষেক হবে তাঁর। আর সম্ভবত সে কারণে ইতিমধ্যে নিউ ইয়র্কে পৌঁছে গিয়েছেন বলিউডের হবু মা কিয়ারা। ইনস্টাগ্রাম স্টোরিতে প্রথম ঝলক শেয়ার করেছেন অভিনেত্রী।
ইনস্টাগ্রাম স্টোরিতে একটি টেবিলে থাকা চকলেট, ফুলের ছবি দেখা গিয়েছে। কালো পোশাক পরা একটি ম্যানিকুইনের স্টাইলে তৈরি কেকও দেখা গিয়েছে। যা দেখে স্পষ্ট মেট গালার লাল গালিচায় অভিনেত্রীর হাঁটা প্রায় নিশ্চিত।
নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। ২০২৫ সালের ‘মেট গালা’ অনুষ্ঠিত হতে চলেছে ৫ মে। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে। মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টস কস্টিউম ইনস্টিটিউট ফেব্রুয়ারি মাসেই চলতি বছরের মেট গালার থিম প্রকাশ করেছে। এই প্রথমবার কৃষ্ণাঙ্গ ডিজাইনারদের সম্মান জানিয়ে ‘সুপারফাইন: টেইলারিং ব্ল্যাক স্টাইল’ সাজপোশাকে লাল গালিচায় ধরা দেবেন তারকারা। বিশেষ নজর থাকবে পুরুষদের পোশাকের উপর। যা দুই দশকেরও বেশি সময় ধরে ফ্যাশন দুনিয়ার আলোচনায় ব্রাত্য। মেট গালায় অংশ নেওয়া কিয়ারার কেরিয়ারেও নতুন মাইলস্টোন যোগ করতে চলেছে। ডিজাইনার গৌরব গুপ্তার পোশাকে সাজবেন তিনি।
এর আগে মেট গালায় হেঁটে নজর কেড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরা। এবার সেই তালিকাতেই নবতম সংযোজন হতে চলেছে কিয়ারা আডবানির নাম। পশ্চিমী বিনোদুনিয়ায় পা না রাখলেও তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত মন্দ নয়। গতবছর রেড সি ফিল্ম ফাউন্ডেশনের তরফে কানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন কিয়ারা। তবে এবার রেড কার্পেটে অন্তঃসত্ত্বা কিয়ারর দিকে যে সকলের নজর থাকবে, তা বলাই বাহুল্য।
এসএন