ঐকমত্যের জুলাই সনদ তৈরিতে একটু ছাড় দিতে হবে : আলী রীয়াজ

ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে একটু না একটু ছাড় দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।

রবিবার (৪ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ১২ দলীয় জোটের সঙ্গে সংলাপের শুরুতে তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য সুস্পষ্ট। আমরা চাই, সবার সঙ্গে আলোচনা করে একটি সনদ করতে।

যেসব বিষয়ে ঐকমত্য আসবে, সেগুলোর ভিত্তিতেই সনদ তৈরি হবে জানিয়ে তিনি বলেন, ‘ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরিতে সবাইকেই একটু না একটু ছাড় দিতে হবে।’

সাংবাদিকদের উদ্দেশে আলী রীয়াজ বলেন, ‘ঐকমত্যের দায়িত্ব কেবল কমিশনের নয়, আপনারাও সহযোগিতার ভিত্তিতে কথা বলুন। আমাদের ভূমিকা অনুঘটকের। এক জায়গায় আসার জন্য আপনারাও সহযোগী রাজনৈতিক শক্তিকে অনুপ্রাণিত করবেন।

আরএম/এসএন

Share this news on: