ভারত-পাকিস্তান দ্বন্দ্বে শঙ্কায় এশিয়া কাপ

ভারত ও পাকিস্তানের দ্বন্দ্বে এবার শঙ্কার মুখে চলতি বছরের এশিয়া কাপ। একাধিক ভারতীয় গণমাধ্যমের দাবি উদ্ভূত পরিস্থিতিতে স্থগিত হতে পারে টুর্নামেন্টটি। যদিও এই ইস্যুতে সিদ্ধান্ত নিতে আরও সময় চায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে দেশটির সাবেক ক্রিকেটারদের পরামর্শ, টুর্নামন্টে বাতিল নয় বরং পাকিস্তানকে ছাড়াই এশিয়া কাপ আয়োজন করুক বিসিসিআই। আর এই ইস্যুতে ধীরে চলো নীতিতেই হাঁটছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

নগর পুড়লে এড়ায় না দেবালয়। চারিদিকে যখন যুদ্ধের দামামা তার আঁচ লেগেছে ভদ্রলোকের খেলা ক্রিকেটেও। ২২ গজে যেখানে আহ্বান মৈত্রীর, উল্টো সেখানেই কথার লড়াই। পেহেলগামে হামলার পর পাল্টা-পাল্টি হুমকি, উতপ্ত পরিবেশ। যার দরুণ শঙ্কার মুখে মহাদেশীয় টুর্নামেন্ট এশিয়া কাপ।

পূর্বের সূচি অনুসারে টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপ। শুরুতে যার স্বাগতিক ছিল ভারত। তবে আগেই বিসিসিআই জানিয়েছিল ভারতের মাটিতে হচ্ছে না এশিয়া কাপ। সম্ভাব্য ভেন্যু আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিশেষ প্রস্তুতিতে, যে টুর্নামেন্টেই দৃষ্টি ছিল দলগুলোর। কিন্তু সবই এখন যেন দূরের বাতিঘর।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক পরিচালকের বরাত দিয়ে ভারতের দেশ একাধিক গণমাধ্যমের দাবি, উদ্ভূত পরিস্থিততে স্থগিত হচ্ছে এশিয়া কাপ। তবে সেই কর্মকর্তা এও জানান, এই ইস্যুতে মন্তব্য করার সময় আসেনি এখনো।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআই কর্মকর্তা বলেন, ‘এ মুহূর্তে এশিয়া কাপ সম্পর্কে মন্তব্য করার মতো পরিস্থিত হয়নি। তবে আমরা সমস্ত বিষয় বিবেচনা করে যথাযথ সিদ্ধান্তই নেবে। আমরা বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত। সবপক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।’

তবে ভারতীয় সাবেক ক্রিকেটাররা দিচ্ছেন ভিন্ন পরামর্শ। সুনীল গাভাস্কার এশিয়া কাপ বাতিলের বিপক্ষে। তিনি বলছেন টুর্নামেন্টটি সময় মতোই আয়োজন করা উচিত, তবে সেটা পাকিস্তানকে বাইরে রেখেই। তবে বাস্তবতায়, ধোপে টিকবে না সেই মত। অবশ্য ওয়েট এন্ড সি, এই নীতিতেই আপাতত পিসিবি। এই ইস্যুতে কোনো মন্তব্য করছে না তারা।

এসিসির এবং বোর্ডগুলোর লভ্যাংশের বড় একটা অংশ আসে এশিয়া কাপ থেকে। এই টুর্নামেন্ট বাতিল হলে টান পড়বে এসিসির কোষাগারে। কারণ ব্রডকাস্টটারদের কাছে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভিন্ন আবেদন।

পূর্বের সূচি অনুসারে এবারের এশিয়া কাপে অংশ নেবে ৮ দল। যেখানে এ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গী আমিরাত আর হংকং। আর গ্রুপ বি’তে বাংলাদেশ লড়বে শ্রীলঙ্কা, আফগানিস্তান আর ওমানের বিপক্ষে।

Share this news on:

সর্বশেষ

img
গণমাধ্যমগুলোর ১৫ বছরের কার্যকলাপ নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং দরকার: তথ্য উপদেষ্টা May 04, 2025
img
আবার চলচ্চিত্রে নিয়মিত হতে চাই : শিমলা May 04, 2025
img
নির্বাচন কবে হবে জানতে চেয়েছে রাশিয়া: আমির খসরু May 04, 2025
img
ফের চালু হলো নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস May 04, 2025
img
নতুন টাকা আসছে কবে? নকশা কেমন হবে? জানাল বাংলাদেশ ব্যাংক May 04, 2025
img
কুমিল্লায় ট্রেন থেকে পড়ে প্রাণ গেল কিশোরের May 04, 2025
img
গণমাধ্যমের ওপর সরকারি হস্তক্ষেপ অনেক কমে গেছে : নাহিদ ইসলাম May 04, 2025
img
১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা May 04, 2025
img
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশের নেতৃত্বে সোহান May 04, 2025
img
সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ করে রেখেছে চা-শ্রমিকরা May 04, 2025