বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। বৈঠকে তিনি বাংলাদেশের নির্বাচন কবে এবং কত দ্রুত হতে পারে—সে বিষয়ে জানতে চেয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৪ মে) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে এক সংবাদ সম্মেলনে আমির খসরু বলেন, “বাংলাদেশের নির্বাচন নিয়ে রাষ্ট্রদূত জানতে চেয়েছেন, নির্বাচন কত তাড়াতাড়ি হতে পারে। কারণ, সবাই তো একটি নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায়। এতে একটি ‘কমফোর্ট লেভেল’ থাকে। শুধু রাশিয়া নয়, সবাই চাইছে নির্বাচনের মাধ্যমে একটি বৈধ সরকার আসুক।”
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে খসরু বলেন, “হ্যাঁ, সেটি নিয়েও আলোচনা হয়েছে। তারা চায় এ প্রকল্পটি সমাপ্ত হোক। এটির জন্য বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন তারা। এটি একটি বড় প্রকল্প, যেখানে রাশিয়ার উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে।”
তিনি আরও বলেন, “রাশিয়া ও বাংলাদেশের সম্পর্ক দীর্ঘ দিনের। স্বাধীনতা যুদ্ধের সময় থেকেই এই সম্পর্কের ভিত্তি। আগামী দিনে সম্পর্ক আরও গভীর করতে তারা আগ্রহী। তাদের অনেক বিনিয়োগকারী বাংলাদেশে আসতে চায়।”
বৈঠকে মির্জা ফখরুলের পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
এসএস/এসএন