বাধ্য হয়েই বৈভবকে খেলানো হচ্ছে

মাত্র ১৪ বছর বয়সেই আইপিএলে ঝলকে উঠেছেন বৈভব সূর্যবংশী। ছক্কা মেরে ক্যারিয়ার শুরু, আর নিজের তৃতীয় ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরি—চলমান আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে নজর কেড়েছেন বিহার থেকে উঠে আসা এই বিস্ময় বালক। অথচ নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসনের চোট না থাকলে হয়তো মঞ্চেই উঠতেন না বৈভব!

রাজস্থানের পেস বোলিং কোচ শেন বন্ড জানিয়েছেন, স্যামসন ফিট থাকলে একাদশে জায়গা পেতেন না বৈভব। তবে সুযোগ পেয়ে সেটাকে কাজে লাগাচ্ছেন দুর্দান্তভাবে। বন্ড বলেন, ‘সঞ্জু ফিট থাকলে বৈভব খেলত না। তবে একবার যখন সুযোগ এসেছে, তখন তাকে নিজের মতো খেলার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।’

তরুণ এই ব্যাটার যেন কোনো চাপ না অনুভব করেন, সে বিষয়েও সতর্ক দল। বন্ড জানান, ‘আমরা কেউই ওকে বাড়তি পরামর্শ দিয়ে বিভ্রান্ত করতে চাই না। মাঠে ও যেন ভয়ডরহীন খেলতে পারে, সেটাই লক্ষ্য। গত ম্যাচে ভালো না করলেও তা নিয়ে আতঙ্কের কিছু নেই।’

রাজস্থান শিবিরে বৈভবের মানসিক প্রস্তুতি নিয়েও আলোকপাত করেছেন বন্ড। তার ভাষায়, ‘বিক্রম রাঠৌর ওর সঙ্গে প্রতিপক্ষ নিয়ে কথা বলে। ম্যাচের পরিকল্পনা জানিয়ে দেয়। আর বৈভব নিজেও খুব ভালো ছেলে, তার ব্যাট যেন কথা বলে, সেটাই আমাদের চাওয়া।’

তবে প্রতিভা থাকলেও বয়স কম—এ বিষয়টিও মনে করিয়ে দিয়েছেন বন্ড। তিনি বলেন, ‘ভবিষ্যতে বৈভবের সামনে অনেক চ্যালেঞ্জ আসবে। কখনও ব্যর্থতা, কখনও সাফল্য। সেখান থেকেই শিখে এগোতে হবে। আমরা তার পাশে আছি এবং ধৈর্য ধরে তাকে গড়ে তুলতে চাই।’


এসএস/এসএন

Share this news on: