নতুন অধিনায়ক কে, লিটন-তাসকিন-হৃদয় আলোচনায়

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্বে পরিবর্তন আসছে—এ খবর অনেকটাই নিশ্চিত। চলতি বছরের জানুয়ারিতে অধিনায়কত্ব ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ইনজুরির কারণে না থাকায় তার বদলে নেতৃত্ব দেন লিটন দাস। ওই সিরিজে তিন ম্যাচেই জয় পেয়ে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে টাইগাররা।

শান্তের নেতৃত্ব ছাড়ার পর এখন প্রশ্ন, কে হচ্ছেন টাইগারদের স্থায়ী টি-টোয়েন্টি অধিনায়ক? আলোচনায় সবচেয়ে এগিয়ে আছেন লিটন দাস। তবে বিকল্প হিসেবে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের নামও উঠে এসেছে।

তাসকিন এই মুহূর্তে গোড়ালির চোটে ভুগছেন, ফিরবেন কবে—তা এখনো নিশ্চিত নয়। অন্যদিকে, লিটনও আঙুলের চোটে মাঠের বাইরে আছেন, তবে বিসিবির মেডিকেল বিভাগ আশা করছে, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের আগে তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন।

তাওহীদ হৃদয়ের নামও সম্ভাব্য অধিনায়কের তালিকায় ছিল। তবে ডিপিএলে বারবার অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়ানোয় তার প্রতি ইতিবাচক মনোভাব কিছুটা কমেছে বলেই মনে করা হচ্ছে।

সব মিলিয়ে পরিস্থিতি বলছে, লিটন দাসই হচ্ছেন বাংলাদেশের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি।

২০২৬ সালের ভারত–শ্রীলঙ্কা যৌথ আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই এখন থেকেই নেতৃত্ব নিয়ে সিদ্ধান্ত চায় বোর্ড। ভবিষ্যৎ পরিকল্পনায় অধিনায়ক ও সম্ভাব্য খেলোয়াড়দের প্রস্তুত করতে আগেভাগেই পদক্ষেপ নিতে চায় বিসিবি।

এদিকে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আগে নির্ধারিত ওয়ানডে সিরিজটি টি-টোয়েন্টিতে রূপ নিয়েছে। পাকিস্তানের মাটিতে আগামী ২৫ মে শুরু হবে এই সিরিজ। তবে তার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৮ ও ২০ মে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।



এসএস/এসএন

Share this news on: