রিয়ালের প্রস্তাব ফিরিয়ে আফসোস ক্লপের

রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তির স্থলাভিষিক্ত হিসেবে আগামী মৌসুমে বায়ার লেভারকুসেনের জাবি আলোনসোই এখন সবচেয়ে এগিয়ে। তবে কিছুদিন আগেও রিয়াল তাদের কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপকে নিয়োগ দিতে আগ্রহী ছিল। সেই লক্ষ্যে লিভারপুলের সাবেক এই জার্মান কোচের সঙ্গে যোগাযোগও করেছিল ক্লাবটি, কিন্তু ক্লপ তখনই আগ্রহ দেখাননি।

স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম মার্কার এক সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এখন সেই সিদ্ধান্তের জন্য আফসোস করছেন ইয়ুর্গেন ক্লপ।

তিনি মনে করছেন, রিয়াল মাদ্রিদের মত একটি ঐতিহাসিক ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দেওয়া উচিত হয়নি।

লিভারপুল ছাড়ার পর ক্লপ বলেছিলেন তিনি ফুটবল থেকে বিরতি নিতে চান। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে, বিশ্বের সবচেয়ে বড় ক্লাবটির দায়িত্ব নেওয়ার সুযোগ হাতছাড়া করার বিষয়টি তাকে ভাবিয়ে তুলেছে।

কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে।

রিয়াল মাদ্রিদ ইতোমধ্যে জাবি আলোনসোর সঙ্গে মৌখিকভাবে এক চুক্তিতে পৌঁছে গেছে এবং তাকে আনচেলোত্তির উত্তরসূরি হিসেবে ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে।

আরএম/এসএন 



Share this news on: