টি-টোয়েন্টির নতুন অধিনায়ক হচ্ছেন লিটন দাস

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই বাংলাদেশ দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। অন্তবর্তীকালীন অধিনায়ক হিসেবে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। পাকিস্তান ও আরব আমিরাত সিরিজেও অধিনায়ক হতে যাচ্ছেন ডানহাতি এই ব্যাটার।
 
অধিনায়কের সঙ্গে নতুন সহ-অধিনায়কও পেতে যাচ্ছে বাংলাদেশ দল। আরব আমিরাত ও পাকিস্তানে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক হতে যাচ্ছেন শেখ মেহেদী। আজ (৪ মে) বিসিবির সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি বোর্ড।বাংলাদেশ জাতীয় দলে সব ফরম্যাটেই নেতৃত্বের অভিজ্ঞতা আছে লিটনের। সহ-অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন অনেকবার।
 
২০২১ সালে নিউজিল্যান্ড সিরিজে মাহমুদউল্লাহর অনুপস্থিতিতে টি-টোয়েন্টি ম্যাচে প্রথমবার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন লিটন। ২০২২ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও নেতৃত্ব দিয়েছেন। তার অধিনায়কত্বে সেবার হোম সিরিজে ভারতকে হারিয়েছিল টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন লিটন। সে সিরিজে ক্যারিবীয়ানদের ঘরের মাঠে তাদের হোয়াইটওয়াশ করেছে টাইগাররা।
 
অধিনায়কত্বে লিটন বেশ অভিজ্ঞ হলেও জাতীয় দলে এবারই প্রথম এমন দায়িত্ব পেয়েছেন শেখ মেহেদী। টি-টোয়েন্টি ফরম্যাটে ধারাবাহিকতার কারণেই এই দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি।

চলতি মাসের ১৭ ও ১৯ তারিখ সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখান থেকে টাইগাররা যাবে পাকিস্তানে। লাহোর এবং ফয়সালাবাদে খেলবে পাঁচটি টি-টোয়েন্টি। আজ ওই দুই সিরিজের দল ঘোষণার কথা রয়েছে।

এমআর/টিএ


Share this news on: