আমি কিন্তু এবার কেঁদে ফেলব : হানিয়া আমির

পহেলগাম দুর্ঘটনার প্রতিবাদে কণ্ঠ মিলিয়েছিলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন— পৃথিবীর যেকোনো স্থানের ট্র্যাজেডিই আমাদের কাছে সমান বেদনাদায়ক। এ ঘটনায় যারা নির্দোষভাবে প্রাণ হারিয়েছেন, তাদের জন্য গভীর শোক প্রকাশ করছি। আমরা এখন একইসঙ্গে যন্ত্রণা, শোক ও আশার অনুভব বয়ে চলছি।

তিনি আরও বলেন, নিরীহ প্রাণের এমন পরিণতি হলে, সেই যন্ত্রণা শুধু তার একার থাকে না, সেই যন্ত্রণা আমাদের সবার হয়ে যায়। আমরা যে এলাকারই মানুষ হই না কেন, শোকের একটাই ভাষা হয়— মানবতা। আমরা যেন সবার আগে মানবতাকেই বেছে নিতে পারি।

হানিয়ার সারল্য অনুরাগীদের ভীষণ পছন্দ। খোলামেলাভাবে সহজ-সরল বিষয় নিয়ে ভক্ত-অনুরাগীদের সঙ্গে কথা বলেন এ পাক অভিনেত্রী। ভারতীয় অনুরাগীদের মন্তব্যে তিনিও আবেগপ্রবণ হয়ে পড়েন। পাল্টা উত্তর দিয়েছেন হানিয়া— আমি কিন্তু এবার কেঁদে ফেলব।

২২ এপ্রিলের ভয়াবহ ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ ঘোষণা করেছে ভারত সরকার। পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার দাবিও ওঠে নানা মহলে। এরপরেই বেশ কিছু পাক শিল্পীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ভারত সরকার।
যে কয়েকজন পাক তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করেছে ভারত, তাদের বহু ভক্ত-অনুরাগী রয়েছে সে দেশে। তারা রীতিমতো বিমর্ষ এ ঘটনায়। যেমন হানিয়া আমিরের অ্যাকাউন্ট বন্ধ হতেই দুঃখপ্রকাশ করেন তার ভারতীয় অনুরাগীরা।

তবে কেউ কেউ হার মানার পাত্র নন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম বন্ধ হলেও ঠিক তারা উপায় বার করেছেন। প্রযুক্তির সাহায্যে ভিপিএন ব্যবহার করে তারা পৌঁছে গেছেন হানিয়ার ইনস্টাগ্রামে। অভিনেত্রীর বিভিন্ন ছবি ও ভিডিওর মন্তব্যের ঘরে তারা লিখেছেন—আপনার কথা খুব মনে পড়ছে। কেউ আবার লিখেছেন—আপনাকে দেখার জন্য আমরা ভিপিএন পরিষেবা নিয়েছি।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
‘আজকের পর থেকে গবাদিপশুর অবৈধ অনুপ্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ’ May 05, 2025
img
কানাডার ব্যবসায়ীরা জ্বালানি–তথ্যপ্রযুক্তিতে বিনিয়োগে আগ্রহী May 05, 2025
img
স্ত্রীর নাক 'সুন্দর' বলে কামড়ে নিলেন স্বামী May 05, 2025
img
‘বিপ্লবীদের রক্তাক্ত করার মনোবাসনা নিয়ে জুলাইয়ের সন্ত্রাসীরা অলিতে-গলিতে নিঃশ্বাস ফেলছে’ May 05, 2025
img
দেশে কোরবানির পশুর কোনো ধরনের সংকট তৈরি হবে না: আসিফ মাহমুদ May 05, 2025
img
শাপলা চত্বরে ৯৩ জন শহীদের তথ্য প্রকাশ করল হেফাজতে ইসলাম May 05, 2025
img
যুবদল নেতার বাড়িতে হামলার ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার May 05, 2025
img
হাসনাতের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল May 05, 2025
img
৫ বার বিয়ে, নিঃসঙ্গ ঘরে উদ্ধার হয় মহেশ আনন্দের মরদেহ May 05, 2025
img
যারা ভারতে কুনজর দিয়েছে, তাদের জবাব দেওয়ার দায়িত্ব আমার : ভারতের প্রতিরক্ষামন্ত্রী May 05, 2025