আমি কিন্তু এবার কেঁদে ফেলব : হানিয়া আমির

পহেলগাম দুর্ঘটনার প্রতিবাদে কণ্ঠ মিলিয়েছিলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন— পৃথিবীর যেকোনো স্থানের ট্র্যাজেডিই আমাদের কাছে সমান বেদনাদায়ক। এ ঘটনায় যারা নির্দোষভাবে প্রাণ হারিয়েছেন, তাদের জন্য গভীর শোক প্রকাশ করছি। আমরা এখন একইসঙ্গে যন্ত্রণা, শোক ও আশার অনুভব বয়ে চলছি।

তিনি আরও বলেন, নিরীহ প্রাণের এমন পরিণতি হলে, সেই যন্ত্রণা শুধু তার একার থাকে না, সেই যন্ত্রণা আমাদের সবার হয়ে যায়। আমরা যে এলাকারই মানুষ হই না কেন, শোকের একটাই ভাষা হয়— মানবতা। আমরা যেন সবার আগে মানবতাকেই বেছে নিতে পারি।

হানিয়ার সারল্য অনুরাগীদের ভীষণ পছন্দ। খোলামেলাভাবে সহজ-সরল বিষয় নিয়ে ভক্ত-অনুরাগীদের সঙ্গে কথা বলেন এ পাক অভিনেত্রী। ভারতীয় অনুরাগীদের মন্তব্যে তিনিও আবেগপ্রবণ হয়ে পড়েন। পাল্টা উত্তর দিয়েছেন হানিয়া— আমি কিন্তু এবার কেঁদে ফেলব।

২২ এপ্রিলের ভয়াবহ ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ ঘোষণা করেছে ভারত সরকার। পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার দাবিও ওঠে নানা মহলে। এরপরেই বেশ কিছু পাক শিল্পীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ভারত সরকার।
যে কয়েকজন পাক তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করেছে ভারত, তাদের বহু ভক্ত-অনুরাগী রয়েছে সে দেশে। তারা রীতিমতো বিমর্ষ এ ঘটনায়। যেমন হানিয়া আমিরের অ্যাকাউন্ট বন্ধ হতেই দুঃখপ্রকাশ করেন তার ভারতীয় অনুরাগীরা।

তবে কেউ কেউ হার মানার পাত্র নন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম বন্ধ হলেও ঠিক তারা উপায় বার করেছেন। প্রযুক্তির সাহায্যে ভিপিএন ব্যবহার করে তারা পৌঁছে গেছেন হানিয়ার ইনস্টাগ্রামে। অভিনেত্রীর বিভিন্ন ছবি ও ভিডিওর মন্তব্যের ঘরে তারা লিখেছেন—আপনার কথা খুব মনে পড়ছে। কেউ আবার লিখেছেন—আপনাকে দেখার জন্য আমরা ভিপিএন পরিষেবা নিয়েছি।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ব্যারিস্টার রাজ্জাকের মৃত্যুতে আইন অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে : প্রধান বিচারপতি May 04, 2025
img
দেড় বছরে লিবিয়া থেকে ৫ হাজার প্রবাসীকে দেশে ফেরত May 04, 2025
img
নতুন সম্পর্কে সিদ্দিকের সাবেক স্ত্রী মারিয়া মিম! May 04, 2025
img
বিএনপি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতে সবচেয়ে বেশি কাজ করেছে, করবে : ফখরুল May 04, 2025
img
পাকিস্তান থাকলে এসিসি থেকে বিদায় নিতে পারে ভারত May 04, 2025
img
মজলুমদের পক্ষে ব্যারিস্টার রাজ্জাকের লড়াই স্মরণীয় হয়ে থাকবে May 04, 2025
img
ধানমণ্ডির ‘মাহবুব ভবন’ প্রস্তুত হচ্ছে জোবাইদা রহমানের জন্য May 04, 2025
img
খাদ্য নিরাপত্তায় ৪০ বিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করল এডিবি May 04, 2025
আজীবন মেয়াদের ঘি,মধু বিক্রেতাকে ধরলেন ভোক্তা অধিদপ্তর May 04, 2025
নেইমারের উপহার পেলেন অভিনেতা পলাশ May 04, 2025