নতুন সম্পর্কে সিদ্দিকের সাবেক স্ত্রী মারিয়া মিম!

কয়েক দিন আগেই সাবেক স্বামী অভিনেতা সিদ্দিকুরকে নিয়ে প্রশ্নের কারণে নেটিজেনদের ওপর চটেছিলেন মডেল মারিয়া মিম। এবার দিলেন নতুন খবর। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছোট্ট ভিডিও আপলোড করেছেন। সেই ভিডিওতে দেখা যায়, এক যুবকের কোমর ধরে সামনে থাকা আয়নায় ছবি তোলার চেষ্টা করছেন মারিয়া মিম। তিনি জানালেন ছবির ব্যক্তি তার ভালোবাসার মানুষ।

অভিনেতা সিদ্দিকুর রহমান ও মারিয়া মিম ভালোবেসে ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৩ সালে এই সংসার আলো করে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান আরশ হোসেন। তবে মতের মিল না হওয়ায় ২০১৯ সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের।

সিদ্দিকের সঙ্গে বিচ্ছেদের আবেদন মিমই করেছিলেন। গুঞ্জন রয়েছে, মিম শোবিজে কাজ করতে চান। কিন্তু সিদ্দিক গৃহিণী হিসেবেই চেয়েছেন। আর এ জন্য ডিভোর্সের সিদ্ধান্ত নেন মিম। তবে আবেদনময়ী অভিনেত্রী মিমের দাবি—সিদ্দিক তাকে মানসিক নির্যাতন করেছে।

সিদ্দিক জেলে থাকায় তার সাবেক স্ত্রী মারিয়া মিম কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। সামাজিকমাধ্যমে তিনি সক্রিয় রয়েছেন। নিয়মিত পোস্ট করছেন। কিন্তু নেটিজেনরা তো ছেড়ে দেওয়ার পাত্র নন। তারা মারিয়া মিমের একটি পোস্টে একাধিকবার প্রশ্ন করেন সিদ্দিক বিষয়ে। কিন্তু মিম সবসময় চুপ থেকেছেন। তবে পরের প্রশ্নে মডেল মিম আর চুপ থাকতে পারেননি।

কয়েক দিন আগে দুবাই চেক-ইন দিয়ে মারিয়া মিম একটি পোস্ট করেন। যেখানে তাকে দেখা যাচ্ছে বেশ ফুর্তি আছেন। ওই পোস্টে এক নেটিজেন প্রশ্ন করেন, সিদ্দিক জেলে তুমি কি খুশি? এই প্রশ্নে মেজাজ হারান মারিয়া মিম। তিনি উত্তর দেন, বাঙালিরা আসলেই কাঙালি, এক বা* নিয়ে পড়ে থাকে এ জন্য তারা সবসময় ফকিন্নি।

টিএ/

Share this news on:

সর্বশেষ

img
এবার স্থল হামলা চালাতে হাজার হাজার রিজার্ভ সেনাকে ডাকল নেতানিয়াহু'র দেশ May 05, 2025
img
গাজীপুরে হাসনাতের গাড়িতে হামলার ঘটনায় আটক ২ May 05, 2025
img
হাসনাতের ওপর হামলার ঘটনায় ঢাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ May 05, 2025
জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর ভয়ংকর গাড়ি দুর্ঘটনা, প্রাণহানি ৩ সৈন্যের May 04, 2025
গাজীপুরে কি হয়েছে হাসনাতের সাথে? May 04, 2025
রাজনীতির আঙিনায় ডা. জুবায়দার প্রত্যাবর্তন? May 04, 2025
img
হাসনাতের ওপর হামলার ঘটনায় ছাত্রশিবিরের নিন্দা ও প্রতিবাদ May 04, 2025
img
পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক, ১৫ দিনের কারাদণ্ড May 04, 2025
img
ফেনীতে নারীর প্রতি অসম্মানজনক আচরণের ঘটনায় বিএনপি নেতার পদ স্থগিত May 04, 2025
img
হাসনাতের হামলাকারীদের সহায়তার আহ্বান জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট May 04, 2025