পাকিস্তানে উর্দুতে মুক্তি পাচ্ছে ‘জংলি’

পাকিস্তানে বাংলাদেশি সিনেমা মুক্তির ঘটনা নতুন নয়। এর আগেও অনেক বাংলাদেশি সিনেমা দেশটিতে মুক্তি পায়। তবে সাম্প্রতিক সময়ে শাকিব খানের ‘তুফান’ ও শরিফুল রাজের ‘দেয়ালের দেশ’ পাকিস্তানে মুক্তির মাধ্যমে সেই প্রক্রিয়াটা আবারও সচল হয়। এ দুইটি সিনেমা মূলত বাংলা ভাষায় ইংরেজি সাব টাইটেলে মুক্তি দেওয়া হয় দেশটিতে।

এবার পাকিস্তানে বাংলাদেশি সিনেমাকে একেবারে উর্দুতে ডাবিং করে মুক্তি দেওয়া হচ্ছে। সিনেমাটি হচ্ছে সিয়াম আহমেদ অভিনীত ও এম রাহিম পরিচালিত ‘জংলি’। গত ঈদুল ফিতরে এ সিনেমাটি বাংলাদেশে দারুণ দর্শকপ্রিয়তা পায় এবং প্রশংসিত হয়।
 
বাংলাদেশে প্রশংসার পর ‘জংলি’ আমেরিকা ও কানাডার ৪০টি থিয়েটারেও একযোগে মুক্তি পায়। সেখানেও দারুণ দর্শক সাড়া পেয়েছে বলে জানিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো। সিনেমাটি এখনো দেশে-বিদেশে তুমুলভাবে দর্শকদের সাড়া জাগাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার ‘জংলি’ মুক্তি পাচ্ছে পাকিস্তানে। দেশটিতে সিনেমাটি পরিবেশনা করবে লাহোরের সিনে এন্টারটেইনমেন্ট নামের একটি প্রতিষ্ঠান।

‘সিনে এন্টারটেইনমেন্ট’র কর্ণধার আসিফ চৌধুরী হোয়াটসঅ্যাপেও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘শিগগিরই আমরা ‘জংলি’ সিনেমাকে উর্দুতে ডাবিং করে পাকিস্তানে মুক্তি দিচ্ছি। আমাদের সঙ্গে বাংলাদেশের সিনেমাটির প্রযোজনা সংস্থার সঙ্গে সকল চুক্তি হয়ে গেছে। এখন সিনেমাটির উর্দু ডাবিং চলছে। এর মাধ্যমে প্রথম কোনো বাংলা সিনেমা উর্দুতে ডাবিং হয়ে পাকিস্তানে মুক্তি পাবে।’
 
‘জংলি’সিনেমা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম। পাখি চরিত্রে রয়েছে শিশুশিল্পী নৈঋতা। সাথে রয়েছেন এ সময়ের জনপ্রিয় নায়িকা বুবলী। আছেন এক সময়ের জনপ্রিয় শিশুশিল্পী ও নায়িকা দিঘী। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ।
 
‘জংলি’র গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। সিনেমাটি প্রযোজনা করেছে টাইগার মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান অভি পাকিস্তানে মুক্তির বিষয়ে বলেন, ‘আমাদের সকল আনুষ্ঠানিকতা শেষ। এখন ডাবিং চলছে। শিগগিরই পাকিস্তানে মুক্তি পেতে যাচ্ছে দর্শকদের ভালোবাসার এই ছবি।’

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
স্ত্রীর নাক 'সুন্দর' বলে কামড়ে নিলেন স্বামী May 05, 2025
img
‘বিপ্লবীদের রক্তাক্ত করার মনোবাসনা নিয়ে জুলাইয়ের সন্ত্রাসীরা অলিতে-গলিতে নিঃশ্বাস ফেলছে’ May 05, 2025
img
দেশে কোরবানির পশুর কোনো ধরনের সংকট তৈরি হবে না: আসিফ মাহমুদ May 05, 2025
img
শাপলা চত্বরে ৯৩ জন শহীদের তথ্য প্রকাশ করল হেফাজতে ইসলাম May 05, 2025
img
যুবদল নেতার বাড়িতে হামলার ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার May 05, 2025
img
হাসনাতের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল May 05, 2025
img
৫ বার বিয়ে, নিঃসঙ্গ ঘরে উদ্ধার হয় মহেশ আনন্দের মরদেহ May 05, 2025
img
যারা ভারতে কুনজর দিয়েছে, তাদের জবাব দেওয়ার দায়িত্ব আমার : ভারতের প্রতিরক্ষামন্ত্রী May 05, 2025
img
কার চাঁদের আলো এবং স্মৃতিতে ডুবে আছেন মিমি? May 05, 2025
img
এবার স্থল হামলা চালাতে হাজার হাজার রিজার্ভ সেনাকে ডাকল নেতানিয়াহু'র দেশ May 05, 2025