দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার আজারবাইজান সফর বাতিল করেছেন। মূলত তুরস্ক তাদের আকাশসীমায় নেতানিয়াহুর বিমান উড়তে বাধা দেওয়ায় এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী।ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লা নিউজের বরাতে শনিবার (৩ মে) এ তথ্য জানায় মিডেল ইস্ট আই।
দখলদার প্রধানমন্ত্রীর দপ্তর দাবি করেছে, আঞ্চলিক উত্তেজনার কারণে নেতানিয়াহু তার আজারবাইজান সফর বাতিল করেছেন। তবে তুরস্কের আকাশসীমা বন্ধ হওয়ায় এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন নেতানিয়াহু।
ওয়াল্লা নিউজের প্রতিবেদনে এ ব্যাপারে বলা হয়েছে, তুরস্ক নেতানিয়াহুর বিমান উড়তে না দেওয়ার সিদ্ধান্ত জানানোর পর গ্রিস ও বুলগেরিয়া হয়ে নেতানিয়াহুর আজারবাইজান যাওয়ার পরিকল্পনা ঠিক করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে এ পরিকল্পনা বাদ দেওয়া হয়। কারণ গ্রিস-বুলগেরিয়া হয়ে গেলে ধারণের চেয়ে দুইগুণ সময় লাগত নেতানিয়াহুর বিমানের।
এরআগে ২০২৪ সালের নভেম্বরে দখলদার ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হেরজগ হঠাৎ করে কপ-১৯ সম্মেলনে অংশগ্রহণ বাতিল করেন। আজারবাইজানের রাজধানী বাকুতে সম্মেলনটি হয়েছিল। ওই সময় তুরস্ক জানায়, তারা তাদের আকাশসীমা দিয়ে ইসরায়েলি প্রেসিডেন্টের বিমান যেতে দেবে না।
ইসরায়েল থেকে আজারবাইজান যেতে সাধারণত তুরস্ক, সিরিয়া, ইরাক অথবা ইরানের আকাশসীমা ব্যবহার করতে হয়।নেতানিয়াহুর বিমানতে উড়তে না দেওয়ার মাধ্যমে তু্রস্ক-ইসরায়েলের মধ্যে থাকা ‘খারাপ’ কূটনৈতিক সম্পর্কটি আবারও ফুটে উঠেছে। তবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আজারবাইজানের সঙ্গে দখলদার ইসরায়েলের জ্বালানি ও নিরাপত্তা নিয়ে এখনো বেশ ভালো সম্পর্ক রয়েছে।
এমআর/টিএ