জুবাইদার নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তার জন্য প্রস্তুত করা হচ্ছে রাজধানী ধানমণ্ডির ‘মাহবুব ভবন’। জুবাইদার বাবা সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডডমিরাল মরহুম মাহবুব আলী খানের বাসা ধানমণ্ডির ৫ নম্বর সড়কে এই ‘মাহবুব ভবন’। এখানে এখন তার মা সৈয়দা ইকবাল মান্দ বানু, বড় বোন শাহীনা জামান ও তার পরিবারের সদস্যরা বসবাস করেন।

পরিবারের ছোট মেয়ে জুবাইদা রহমান ঢাকায় এসে বাবার বাসায় উঠবেন বলে বাসার নিরাপত্তা ও সাজসজ্জা করা হয়েছে। আগামী মঙ্গলবার শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন জুবাইদা রহমান।

এদিকে জুবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুম্মন বলেন, ‘বাসভবনের তিন দিকে বিভিন্নজনের বাসা-অ্যাপার্টমেন্ট রয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নির্দেশনা দিয়েছেন, নিরাপত্তার নামে এমন কিছু করতে যেও না, যাতে প্রতিবেশীদের কোনো অসুবিধা হয়, যাতে মানুষজনকে বিরক্ত করা হয়।’

‘সব দিক বিবেচনায় রেখে আমরা নিরাপত্তাব্যবস্থা সাজিয়েছি। জুবাইদা রহমানের জন্য আলাদা গাড়ি ও তার নিরাপত্তার সঙ্গে নিয়োজিত সদস্যদেরও গাড়ির ব্যবস্থা করা হয়েছে।’

রুম্মন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান আসবেন এই বাসায়।

সে জন্য বাসার সাজসজ্জা, নিরাপত্তাব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পানি-বিদ্যুৎ-গ্যাস, জেনারেটর প্রভৃতি কাজ চলছে। উনি (জুবাইদা রহমান) আসার আগেই এই বাসা সব কাজকর্ম শেষ হবে। উনাকে রিসিভ করার জন্য বাসা প্রস্তুত হয়ে যাবে।’

তিনি বলেন, ‘মাহবুব ভবন এমনিতেই পরিপাটি একটি বাসা, পরিষ্কার-পরিচ্ছন্ন। তার পরও জুবাইদা রহমানের নিরাপত্তার কথা মাথায় রেখে বাসার ভেতরে এবং বাইরে নিরাপত্তাব্যবস্থা ঠিক করেছি।

বাসার চারপাশে দেয়ালের ওপরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিরাপত্তার ব্যবস্থার সঙ্গে জড়িত পুলিশ সদস্য ছাড়া বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স (সিএসএফ) সদস্যরা দায়িত্ব পালন করবেন।’

এসএম

Share this news on:

সর্বশেষ