যুবদল নেতার বাড়িতে হামলার ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার

ফরিদপুরের সালথায় যুবদল নেতা মো. হাসান আশরাফের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. নাসির উদ্দিন মাতুব্বরকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৪ মে) দুপুরে ফরিদপুর শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সালথা থানা পুলিশ। গ্রেফতারকৃত বিএনপি নাসির উদ্দীন উপজেলার আটঘর ইউনিয়নের কাকিলাখোলা গ্রামের মহিউদ্দিন মাতুব্বরের ছেলে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান গণমাধ্যমকে বলেন, যুবদল নেতা হাসান আশরাফের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনার মামলাসহ মোট ৮টি মামলা রয়েছে বিএনপি নেতা মো. নাসির উদ্দিন মাতুব্বরের বিরুদ্ধে।

এসব মামলা মাথায় নিয়ে তিনি এতদিন পলাতক ছিলেন। রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে গত ১৯ জানুয়ারি সকাল ১০টার দিকে বিএনপি নেতা মো. নাসির উদ্দিন মাতুব্বরের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিত্তা গ্রামের যুবদল হাসান আশরাফের দোতলা বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় মোট ৭৪ জনকে আসামি করে একটি মামলা হয়।

ওই মামলায় প্রধান আসামি করা হয় বিএনপি নেতা নাসির উদ্দিন মাতুব্বরকে।

এদিকে হামলার ঘটনার পর ১৯ জানুয়ারি রাতে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপি নেতা নাসির উদ্দীন মাতুব্বরকে দল থেকে বহিষ্কার করা হয়। যদিও উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের স্বাক্ষরে তাকে বহিষ্কারের বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে।

এসএম

Share this news on:

সর্বশেষ