বর্তমানে বিনোদনের সবচেয়ে বড় প্ল্যাটফরম ওটিটি। প্রেক্ষাগৃহের চেয়ে এখন ওটিটিতেই দর্শক ঝুঁকছে বেশি। তাই ওটিটি প্ল্যাটফরমগুলোতেও নিত্যনতুন কনটেন্টের সমারোহ। এপ্রিল মাসের শেষ সপ্তাহে ও মে মাসের প্রথম সপ্তাহে বেশ কয়েকটি প্রত্যাশিত ছবি এবং সিরিজ ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পেয়েছে।
যেগুলোতে মজেছেন দর্শকরা। চলুন, জেনে নেওয়া যাক কোন কোন প্ল্যাটফরমে দেখতে পাবেন এসব সিনেমা-সিরিজ।
কস্তাও
১৯৯০-এর দশকের গোয়াকে পটভূমি করে নির্মিত ‘কস্তাও’ এমন এক সাহসী কাস্টমস অফিসারের গল্প, যিনি বিশাল এক সোনা চোরাচালান চক্রের পর্দা ফাঁস করতে নিজের সবকিছু ঝুঁকির মুখে ফেলে দেন। কিন্তু একটি এনকাউন্টারে ভুলবশত এক মাদক সম্রাট নিহত হলে তাকে খুনের অভিযোগে ফাঁসানো হয়।
এখন প্রশ্ন হলো—সিস্টেমের বিরুদ্ধে লড়তে লড়তে কি সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? জানতে হলে দেখে ফেলুন এই ত্রাইম ড্রামাটি।
এতে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। প্রিয়া বাপাট, গগন দেব রায়ার প্রমুখ। ১ মে থেকে জি ফাইভে দেখা যাচ্ছে এটি।
ব্ল্যাক হোয়াইট অ্যান্ড গ্রে : লাভ কিলস
ভালোবাসা, মিথ্যা আর ধারাবাহিক খুনের অন্ধকার জগৎ ঘিরে তৈরি একটি ভয়ঙ্কর ডকু-সিরিজ। বাস্তব তদন্তের ভিত্তিতে নির্মিত এই ক্রাইম সিরিজ আমাদের নিয়ে যায় ২০২০ সালের শিউরে ওঠানো মোতিপুরি হত্যাকাণ্ডে।
মূল অভিযুক্ত, এক প্রান্তিক পটভূমি থেকে উঠে আসা ব্যক্তি যিনি দাবি করেন তাকে ফাঁসানো হয়েছে। তদন্তমূলক সাংবাদিক ড্যানিয়েল গ্যারি যতই গভীরে যান, ততই বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব গোপন তথ্য।
অভিনয় করেছেন ময়ূর মোরে, পলক জয়সওয়াল, তিগমাংশু ধুলিয়া প্রমুখ।
সিরিজটি ২ মে থেকে দেখা যাচ্ছে সনি লিভে।
ব্রোম্যান্স
অ্যাডভেঞ্চার, কমেডি আর ভ্রাতৃত্বের মিশেলে তৈরি মালয়ালম ভাষার এই হাস্যরসাত্মক গল্প একদম আলাদা স্বাদ দেবে দর্শকদের। যখন বিন্টোর ভাই হঠাৎ নিখোঁজ হয়ে যায়, তখন এক অদ্ভুত দল একসঙ্গে তাকে খুঁজে বের করার মিশনে নামে। যে দলে রয়েছে তার প্রাক্তন প্রেমিকা, এক হ্যাকার এবং এক গ্যাংস্টার।
অভিনয় করেছেন অর্জুন অশোকান, ম্যাথিউ থমাস, মাহিমা নাম্বিয়ার। ১ মে থেকে সনি লিভে দেখা যাচ্ছে সিনেমাটি।
এক্সটেরিটোরিয়াল
সারা, একজন প্রাক্তন সেনা সদস্য যিনি তার ছেলেকে নিয়ে ফ্রাঙ্কফুর্টে অপেক্ষা করছিলেন আমেরিকায় যাওয়ার ভিসার অনুমোদনের জন্য। কিন্তু হঠাৎ করেই তার ছেলে হাই-সিকিউরিটি কনসুলেটের ভেতর নিখোঁজ হয়ে যায়। নিরাপত্তার কারণে ওই কনসুলেটে প্রবেশ সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ। এরপর শুরু হয় এক মায়ের মরিয়া লড়াই। প্রশাসনিক জটিলতা, কূটনৈতিক বাধা, আর নিজের অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সারা নিজের ছেলেকে ফিরে পাওয়ার জন্য যে কোনও কিছু করতে প্রস্তুত। যতই সে গভীরে যায়, ততই সামনে আসতে থাকে নানা রহস্য ও জটিল সত্য।
টানটান উত্তেজনাপূর্ণ থ্রিলারে অভিনয় করেছেন জিন গোসৌদ, ডগ্রে স্কট, লেরা আবোভা প্রমুখ। ৩০ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এ জার্মান সিনেমাটি।
দ্য ব্রাউন হার্ট
দক্ষিণ এশীয়দের হৃদরোগ সম্পর্কিত স্বাস্থ্য নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র। ডা. নির্মল জোশি এবং ডা. রেণু জোশির পরিচালনায় এই ডকু-ফিচারটি হৃদরোগে আক্রান্তদের, বিশেষ করে তরুণ ভারতীয়দের মধ্যে বেড়ে চলা হৃদরোগের ঝুঁকি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেয়। এতে ৪০ জনেরও বেশি শীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞ তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেছেন যা বিনোদন জগতের প্রভাবশালী ব্যক্তিদের কণ্ঠ উঠে এসেছে পর্দায়।
নাসিরউদ্দিন শাহ, দিলের মেহেন্দি, মেঘনা গুলজার, সিদ্ধি ইদানিসহ অনেক পরিচিত ব্যক্তিত্ব এতে অংশ নিয়েছেন। এটি ৩ মে থেকে জিও হটস্টারে দেখা যাচ্ছে।
দ্য এটারনট
আর্জেন্টাইন গ্রাফিক নভেলের ওপর ভিত্তি করে নির্মিত এই সায়েন্স-ফিকশন থ্রিলারে দেখা মেলে বিজ্ঞান কল্পকাহিনি ও টিকে থাকার লড়াই। এক রহস্যময় বিষাক্ত তুষারপাত ধ্বংস করে দেয় পুরো বুয়েনস আইরেস শহর।
একটি ছোট দল লড়াই করে এক অদৃশ্য ভিনগ্রহী শত্রুর বিরুদ্ধে, যার নেতৃত্ব দেয় হুয়ান সালভো। ছয় পর্বের টানটান উত্তেজনায় ভরা সিরিজটি বেঁচে থাকার মানে ও মানসিক দৃঢ়তার এক অনন্য চিত্র তুলে ধরেছে।
এতে অভিনয়ে করেছেন রিকার্দো দারিন, কারলা পিটারসন প্রমুখ। ৩০ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পায় এ স্প্যানিশ সিনেমাটি।
ভোগ
একটি কিউরিয়োর দোকান থেকে হঠাৎ একটি পিতলের মূর্তি কিনে আনেন এক ব্যক্তি। একাকী থাকা সেই ব্যক্তির জীবন বদলে যেতে থাকে রহস্যময় এই মূর্তিকে ঘিরে। অদ্ভুত মোহের জাগরণে ততিনি মূর্তিটির উপাসনা শুরু করেন এবং নিজেকে হারিয়ে ফেলতে থাকেন এক অন্ধকার জগতে। শেষ পর্যন্ত কী হয়, তার উত্তর জানতে দেখে ফেলুন হরর এই সিরিজটি।
পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, পার্নো মিত্র, রজতাভ দত্ত প্রমুখ। ১ মে হইচইয়ে মুক্তি পেয়েছে এটি।
এসএম