হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় জামায়াত আমিরের নিন্দা প্রকাশ

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (৪ মে) রাত ১০ টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে জামায়াতের ইসলামীর এ নিন্দা জানান।

স্ট্যাটাসে জামায়াত আমির লেখেন, 'গাজীপুরে হাসনাত আব্দুল্লাহ এর গাড়িতে হামলার নিন্দা জানাই।'

'হাসনাত আবদুল্লাহর ওপর যে বা যারা হামলা করেছে এটা কাপুরুষোচিত। প্রতিবাদী কণ্ঠকে কখনো হামলা করে থামানো যায় না।'

'জানি না হাসনাত আবদুল্লাহ কাদের চোখের বালি কিংবা পথের কাঁটা। তবে এটা কোনো রাজনৈতিক আচরণ নয়। নিঃসন্দেহে এটা সন্ত্রাসী কার্যক্রম।'

এর আগে, রোববার (৪ মে) সন্ধ্যায় গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা করে সন্ত্রাসীরা। এসময় গাড়ির গ্লাস ভেঙে যায় এবং তিনি রক্তাক্ত হন। 

এসএম

Share this news on:

সর্বশেষ