সহ-অধিনায়ক থাকছেন না বুমরাহ, বড় সিদ্ধান্ত ভারতের

টেস্টে পাকাপাকিভাবে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন জাসপ্রিত বুমরাহ। ভারত দলকে নেতৃত্বও দিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতিয়েছেনও। কিন্তু চোট কেড়ে নিচ্ছে সব। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা বুমরাহ ফিরছেন, তবে রোহিত শর্মার ডেপুটির পদও হারাতে চলছেন।

ভারতের বোর্ড বিসিসিআই সূত্রের বরাতে দেশটির একাধিক গণমাধ্যম জানিয়েছে, বুমরাহকে সফরে রাখবে বোর্ড। তবে পাঁচ টেস্টের সবকটিতে খেলাবে না। তার পিঠের চোট এবং বাড়তি লোড সামলাতেই এই সিদ্ধান্ত। সিরিজের মাঝে বারবার সহ-অধিনায়ক পরিবর্তনের ঝামেলাও এড়াতে চাচ্ছে বিসিসিআই। তাই পদ পাচ্ছে না বুমরাহ। তবে দলের সহ অধিনায়ক কে হচ্ছেন, তা এখনও অনিশ্চিত। 

বোর্ডের একজন কর্মকর্তা বলেছেন, ‘আমরা এমন একজনকে সহ-অধিনায়ক করতে চাচ্ছি, যাকে পাঁচটা টেস্টেই পাওয়া যাবে। বুমরাহ পাঁচটা টেস্ট খেলবে না। ওকে না সরালে সিরিজে বারবার সহ-অধিনায়ক বদলাতে হবে। সেটা চাইছি না। অধিনায়ক ও সহ-অধিনায়ক সিরিজের সব টেস্ট খেললে দলের সুবিধা।’

পিঠের চোট সারিয়ে মাঠে ফিরেছেন বুমরাহ। ফর্মেও ফিরছেন। আইপিএলের পর জুন মাসে ইংল্যান্ড সিরিজ। সফরে থাকবেন বুমরাহ, টেস্টও খেলবেন। তবে নির্বাচক ও বোর্ডকে চিকিৎসকেরা জানিয়েছেন বেছে বেছে খেলাতে হবে বুমরাহকে। শর্তসাপেক্ষে দুটি পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও কোচ রবি শাস্ত্রী—ইংল্যান্ডের বিপক্ষে জাসপ্রিত বুমরাহকে পূর্ণাঙ্গ বিশ্রাম এবং সুস্থ থাকলে কমপক্ষে চারটি টেস্ট খেলানো। শারীরিকভাবে বুমরাহ কতটা ফিট সেটিই হচ্ছে শর্ত। যদি ঠিক থাকেন এবং পারফর্ম ভালো করেন, তবে বাড়বে টেস্ট খেলার সংখ্যা।

বুমরাহর জায়গায় কে থাকবেন তা নিয়ে ভাবছে বোর্ড। এমন পরিস্থিতিতে দুজনের নাম উঠে আসছে—শুভমন গিল ও রিশভ পান্ত। ২০ জুন থেকে শুরু হবে ইংলিশদের বিপক্ষে সাদা পোশাকের লড়াই। শেষ টেস্ট ৩১ জুলাই শুরু। ম্যাচগুলি যথাক্রমে হেডিংলে, এজবাস্টন, লর্ডস, ম্যানচেষ্টার এবং ওভালে খেলা হবে। এখনও সিরিজের দল দেয়নি ভারত বা ইংল্যান্ডের কেউ।

আরআর/এসএন 

Share this news on: