চট্টগ্রামে সড়ক উন্নয়নে ২ হাজার কোটি টাকার প্রকল্পে মন্ত্রণালয়ের অনুমোদন

চট্টগ্রাম নগরীর যানজট নিরসনে প্রস্তাবিত নর্থ-সাউথ-১ সংযোগ সড়ক প্রকল্পে প্রাথমিক সম্মতি দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। সোমবার (৫ মে) মন্ত্রণালয়ের প্রকল্প যাচাই-বাছাই কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যয় ধরা হয়েছে দেড় হাজার থেকে দুই হাজার কোটি টাকা পর্যন্ত।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম জানান, ২০০৮ সালের মাস্টারপ্ল্যানে অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পটি আমবাগান থেকে বায়েজিদ লিঙ্ক রোড পর্যন্ত প্রায় ৩.৮ কিলোমিটার দীর্ঘ ৮০ ফুট প্রশস্ত এই সড়কটি নগরীর পশ্চিম খুলশী, মুরগি ফার্ম ও জালালাবাদ টাওয়ার হয়ে বায়েজিদ রোডের সঙ্গে যুক্ত হবে।

প্রকল্পের দুই-তৃতীয়াংশ ব্যয়ই যাবে ভূমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণে। সিডিএ জানিয়েছে, পরিবেশ ছাড়পত্রসহ অতিরিক্ত কিছু তথ্য যুক্ত করে পুনরায় প্রস্তাব পাঠাতে বলা হয়েছে, এরপর তা যাবে অর্থ মন্ত্রণালয়ে।

এই সংযোগ সড়কটি বাস্তবায়ন হলে নগরীর ওপর দিয়ে ঢাকা-চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়িগামী যান চলাচলের চাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। একনেক অনুমোদন পেলে সিডিএ পরবর্তী ধাপে নর্থ-সাউথ-২ প্রকল্পের কাজও শুরু করতে চায়, যা চান্দগাঁও থেকে অনন্যা আবাসিক হয়ে কুয়াইশ সংযোগ সড়কের সঙ্গে যুক্ত হবে।


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ