চিত্রনায়িকা অধরা খান এই মুহূর্তে কানাডায় অবস্থান করছেন। নিজের ছোট বোন কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এছাড়াও সেখানে এই নায়িকার অনেক আত্মীয় স্বজনই রয়েছেন। শুধু তাই নয়, তার প্রিয় মানুষটিও কানাডাতেই থাকেন।
আজ সোমবার চিত্রনায়িকা অধরার জন্মদিন। এই দিনটিতে চমক পেলেন প্রিয় মানুষের, যার ধকল সামলাতে কিছুটা সময় লেগেছিল অভিনেত্রীর। এমনটাই ভাষ্য তার।
টরেন্টো থেকে অধরা কালের কণ্ঠকে বলছিলেন, ‘কানাডায় আসার পর কানাডিয়ান খাবার খেয়ে খেয়ে অস্থির নয় স্থির হয়ে গেছি।
মানে এক ধরনের ভালো লাগা না থাকলেও, অভ্যস্ততা তৈরি হয়ে গেছে। এরমধ্যে মধ্যরাতে ফয়সাল আমার জন্য গরুর মাংস রান্না করে নিয়ে এসে চমকে দিলো। সে ভালো রান্না করে। ভালো মানে খুবই ভালো।
কানাডায় থেকেও ও যে গরুর মাংস এতো ভালো রান্না করে, না খেলে কেউ বুঝতে পারবে না। আর ও জানে আমি স্বাদের ব্যাপারে খুবই খুঁতখুঁতে। আর গরুর এই রেসিপিটা আমি ভীষণ পছন্দ করি। ফলে তার এবারের রান্না ছিল আরো মনোযোগী, আরো ভালো। জন্মদিনের প্রথম প্রহরে এটা ছিল আমার কাছে রীতিমতো বড় চমক ও ভালোলাগা।
এই নায়িকা বললেন, ‘জন্মদিন দেশের বাইরে কাটছে। দেশ থেকেও অনেকে ফোন করে শুভেচ্ছা জানাচ্ছে। বেশ ভালো লাগছে। আমাকে যে ভক্তরা মনে রেখেছে এতে আমি কৃতজ্ঞ।’
অধরা ছুটি পেলেই দেশের বাইরে ঘুরতে পছন্দ করেন। কিছুদিন আগে ‘ঋতুকামিনী’ নামে একটি সিনেমার শুটিং ডাবিং শেষ করেছেন। এ সিনেমায় তার নায়ক আব্দুন নূর সজল। পরিচালনা করেছেন জাহিদ হোসেন। মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কয়েকটি চলচ্চিত্র।
এসএন