নকশাবহির্ভূত স্থাপনা উচ্ছেদে এবার ঢাকার তেজগাঁওয়ে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অনিয়মের প্রমাণ মেলায় সাততলা ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ভেঙে ফেলা হয়েছে সামনের অংশ।
সোমবার (৫ মে) তেজগাঁওয়ের তেজকুনি পাড়ায় অভিযানে নামে রাজউক। নকশার বাইরে ভবন নির্মাণ হচ্ছে কিনা সেটিই তদারকি করে রাজউকের ভ্রাম্যমাণ আদালত।
রাজধানীতে ভবন নির্মাণে অনিয়মকে যেন নিয়মে পরিণত করে চলেছেন মালিকরা। ভবন নির্মাণে অনিয়ম ঠেকাতে মাঠে নেমেছে রাজউক।
এ অবস্থায় আজ তেজকুনি পাড়ায় অভিযানে রাস্তার জন্য জায়গা না ছেড়েই সাততলা ভবন নির্মাণের প্রমাণ মেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ভেঙে ফেলা হয় ভবনের সামনের অংশ।
নকশার বাইরে ভবন নির্মাণ ঠেকাতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় রাজউক।
টিকে/টিএ