নানির ‘হিট ৩’ : সাসপেন্স থ্রিলার নিয়ে মাতামাতি

‘ন্যাচারাল স্টার’ নানি অভিনীত ‘হিট ৩’ মুক্তি পেয়েছে ১ মে। এটি জনপ্রিয় ‘হিট’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। ডার্ক ওয়েব ঘিরে ঘটে যাওয়া অপরাধ নিয়ে নির্মিত এই ছবিটি মুক্তির পর থেকেই আলোচনার শীর্ষে। বক্স অফিসে সাফল্যের পাশাপাশি দর্শকদের মধ্যেও জোরালো প্রতিক্রিয়া ফেলেছে সিনেমাটি।

রক্ত, সহিংসতা, অন্ধকার এক অপরাধ জগতের নৃশংসতার সঙ্গে এক পুলিশ অফিসারের আগ্রাসী লড়াই, সব মিলিয়ে কেমন হলো নানির ‘হিট ৩’?

হিটের আগের দুই সিনেমার মতো এটিও এক ক্রাইম থ্রিলার ধামাকা। এই সিরিজের প্রতিটি চলচ্চিত্র একটি বিশেষ পুলিশ ইউনিটের গল্প বলে, যা জটিল খুনের মামলার তদন্ত করে। সেই ইউনিটের নাম HIT (Homicide Intervention Team)। এবারের গল্পে দেখা যায়, এসপি অর্জুন সরকার (নানি) একজন কঠোর ও নির্ভীক পুলিশ অফিসার।

কাশ্মীরে দায়িত্বরত অবস্থায় তার হাত আসে এমন এক কেস, যার শেকড় ছিল রহস্যেঘেরা অপরাধের গভীরে। একের পর এক খুন হচ্ছে, যেখানে নির্মমভাবে হত্যা করে ভিডিও আপলোড করা হয় ডার্ক ওয়েবে। তদন্তে নানি জানতে পারে, এটি ডার্ক ওয়েবের এমন এক জগৎ, যেখানে সাইকোপ্যাথরা নিজেদের সন্তুষ্টির জন্য এই নৃশংস খুনগুলো করে থাকে। আর এসব খুনিকে নিয়ন্ত্রণ করা হয় একটি ওয়েবসাইটের মাধ্যমে, যা মূলত ডার্ক ওয়েবসাইট।

কারা এর পেছনে? এর মূল হোতা কে? পুলিশের ধারণারও বাইরে এই চক্রকে ধরতে নিজের আগ্রাসী কৌশল অবলম্বন করেন নানি। তিনিও অপরাধীদের তৈরি নিয়মেই দুটি খুন করে কৌশলে ঢুকে যান এই চক্রে। এই চক্রে প্রবেশ করে তাদের গোপন আস্তানায় পৌঁছেন এবং শেষ পর্যন্ত সাইকোপ্যাথদের নেতা ‘আলফা’-কে শেষ করেন। এক রাতেই শতাধিক সাইকোপ্যাথ খুনিকে রক্তের সাগরে মিলিয়ে দেন তিনি।

এর আগেও হিট ফ্র্যাঞ্চাইজির সিনেমাগুলো দর্শকদের পছন্দের শীর্ষে ছিল। সাম্প্রতিক সময়ে ভায়োলেন্স গল্পে দর্শকদের চাহিদা থাকায় হিটের তৃতীয় কিস্তির গল্পই নির্বাচন করা হয়েছে সেভাবে। আর মারকাটারি অ্যাকশন ও দুর্দান্ত ভায়োলেন্সে পরিপূর্ণ সিনেমাটিতে বেশ সফল হয়েছেন পরিচালক সাইলেশ কোলানু। তবে সফলতার কৃতিত্বটা দিতে হয় নানিকেই। কারণ, তার আগ্রাসী লুক আর অভিনয়কে সিনেমার প্রাণ বলা যায়। গল্পের সঙ্গে তাল মিলিয়ে নানি নিজেকেও একজন সাইকোপ্যাথের অনুরূপ হিসেবেই হাজির করেছেন পর্দায়, যা সফলভাবে কাজ করেছে। এ ছাড়া গল্পে তার চরিত্রটি ধীরে ধীরে বেশ সুন্দরভাবে বিল্ডআপ করা হয়েছে, যা দর্শকদের সঙ্গে কানেক্ট করতে পেরেছে।

সিনেমায় আরো অভিনয় করেছেন শ্রীনিধি শেঠি, যিনি মৃদুলা চরিত্রে অভিনয় করেছেন এবং তার সঙ্গে নানির রসায়ন দর্শকদের ভালো লেগেছে। আরো ছিলেন রাও রমেশ। দক্ষিণের অন্যতম শক্তিমান এক অভিনেতা। তবে সবচেয়ে আকর্ষণীয় ছিল আদিভি শেষ-এর ক্যামিও। নিজের চিরাচরিত স্টাইলে গল্পের গুরুত্বপূর্ণ মুহূর্তে তার এন্ট্রি ছিল ‘হিট’ দর্শকদের জন্য বোনাস। তিনি ছিলেন হিটের দ্বিতীয় কিস্তির নায়ক।

পরিচালক সাইলেশ কোলানু এই সিনেমায় একটি অন্ধকার ও সহিংস থ্রিলার উপস্থাপন করেছেন, যা দর্শকদের মনোযোগ ধরে রাখে। ক্রাইম থ্রিলার সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সিনেমার দ্বিতীয় ভাগ। আর এই অংশে সাইলেশ দারুণ সফল। সিনেমার দ্বিতীয়ার্ধ বিশেষভাবে প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে। টানটান উত্তেজনায় গল্পের ভয়াবহতা বেশ সুন্দরভাবেই ধরে রাখতে পেরেছেন পরিচালক। ক্লাইম্যাক্সের দিকে একটি পুরনো বার্মিজ প্রাসাদে সংঘটিত অ্যাকশন দৃশ্যগুলো দর্শকদের মুগ্ধ করেছে।

‘হিট’ ফ্র্যাঞ্চাইজির অন্যতম প্রশংসিত দিক এর মিউজিক। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। মিকি জে মায়েরর করা ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সাউন্ড ডিজাইন প্রশংসার দাবিদার। এ ছাড়া চিত্রগ্রহণ ও অ্যাকশন কোরিওগ্রাফিও বেশ প্রশংসনীয় বলা যায়। তবে অত্যধিক সহিংসতা পারিবারিক দর্শকদের জন্য উপযুক্ত নয়। কিছু দৃশ্য দর্শকদের জন্য অস্বস্তিকর হতে পারে। যদিও এর গল্প সেই ভায়োলেন্সকে গ্রহণযোগ্য করেছে। গল্পের সঙ্গে মানানসই সহিংসতা বেশ লুফে নিয়েছেন দর্শকরা।

সব মিলিয়ে ‘হিট ৩’ বেশ উপভোগ্য এক চলচ্চিত্র। বলতে গেলে, এটি আরেকটি বক্স অফিস হিট হতে যাচ্ছে এ ফ্র্যাঞ্চাইজির জন্য। এ ছাড়া হিটের এ অনুসন্ধানী যাত্রা সামনেও অব্যাহত থাকবে। সিনেমার পোস্ট ক্রেডিট সিনে কার্থির উপস্থিতি জানান দেয়, চতুর্থ কিস্তিতে কার্থির মতো পুলিশ অফিসারের হাতে থাকছে হিটের পরবর্তী গল্প।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ভ্যান চালকের শরীর থেকে মিলল অর্ধ কোটি টাকার স্বর্ণের বার May 08, 2025
img
যশোরে কাচ্চি ভাইসহ ৩ খাবারের দোকানের বিরুদ্ধে মামলা May 08, 2025
img
ইতিহাসের পুনরাবৃত্তি ঠেকাতে হলে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: জামায়াত আমির May 08, 2025
img
ফাইনালে পিএসজি, ইউসিএলে আর্সেনালের স্বপ্নভঙ্গ May 08, 2025
img
একনেকে ৯ প্রকল্প অনুমোদন, ব্যয় ৩ হাজার ৭৫৬ কোটি টাকা May 08, 2025
img
দুই বাংলাদেশিকে ‘অবৈধ’ সহায়তা, শাস্তি দিল সৌদির নারীকে May 08, 2025
img
তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত: চার সরকারি সূত্রের বরাতে ভারতের স্বীকারোক্তি May 08, 2025
img
বলিউডের যেসব কারিগরদের জন্ম পাকিস্তানে! May 08, 2025
img
অপারেশন সিঁদুরে অংশ নিয়েছে প্রায় ৭৫ থেকে ৮০টি যুদ্ধবিমান May 08, 2025
img
চীনা অস্ত্রেই শেষ, সেরা দাবিকারী ভারতের যুদ্ধবিমান রাফাল May 08, 2025