ট্রাম্পের শুল্ক নীতির হুমকিতে বাংলাদেশি সিনেমার ভবিষ্যৎ অন্ধকার

বাংলাদেশি সিনেমাগুলোর যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য সাফল্য নতুন এক বাজারের সম্ভাবনা সৃষ্টি করেছিল। ‘হাওয়া’, ‘পরাণ’ এবং ‘প্রিয়তমা’ সিনেমাগুলোর আয়ের ধারাবাহিকতা প্রমাণ করেছে যে, বাংলা সিনেমা মার্কিন বাজারেও দর্শক টানতে সক্ষম।

এর মধ্যে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি আয় করা বাংলা সিনেমা ‘হাওয়া’, যার আয় ৩ লাখ ৫৮ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা ‘পরাণ’ আয় করেছে ১ লাখ ৮৭ হাজার ডলার এবং তৃতীয় অবস্থানে থাকা ‘প্রিয়তমা’ সিনেমা ৪ সপ্তাহে আয় করেছে ১ লাখ ২৬ হাজার ডলার।

এই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে একের পর এক মুক্তি পাচ্ছে বাংলা সিনেমা। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে রয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ এবং আফরান নিশো অভিনীত ‘দাগি’। নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, ফ্লোরিডা, আটলান্টা, শিকাগোসহ বিভিন্ন শহরে এগুলো পেয়েছে দারুণ সাড়া।


এসএস/টিএ

তবে এই সম্ভাবনার মাঝেই দেখা দিয়েছে নতুন শঙ্কা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও চলমান প্রার্থিতার অন্যতম ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিদেশে নির্মিত সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। যদিও এটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে এর বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রে বিদেশি সিনেমার জন্য বড় ধাক্কা হতে পারে।

বাংলাদেশি চলচ্চিত্র পরিবেশনার অন্যতম প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন জানিয়েছেন, ‘ট্রাম্পের এ সিদ্ধান্ত এখনো আনুষ্ঠানিক নয়। আশা করছি, এর সমাধান হবে।’ তবে ভারতের পরিচালক বিবেক অগ্নিহোত্রী ইতোমধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে তিনি জানান, এই শুল্ক নীতি চলতে থাকলে ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিও বড় ক্ষতির মুখে পড়বে।


Share this news on: