আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরি ২২ ক্যারেট মানের সোনার দাম ২ হাজার ৩১০ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ২৮৬ টাকা। মঙ্গলবার (৬ মে) থেকে এই দাম সারা দেশে কার্যকর হবে।

সোমবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে পরিশোধিত সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন তালিকায় ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৬৩ হাজার ৪৯৪ টাকায়। ১৮ ক্যারেটের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ১ লাখ ১৫ হাজার ৯০৫ টাকায়।

তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ২ হাজার ৮৪৬ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৭১৮ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৩৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ১ হাজার ৭৫০ টাকায়।


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ