শাকিব খানকে নিয়ে চিত্রনায়িকা রত্না কবিরের তীব্র ক্ষোভ: “আপনি বাস্তবের নায়ক হতে পারেন না!”

রাজশাহীতে শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার শুটিংয়ে স্টান্টম্যান মনির হোসেন অসুস্থ হয়ে মারা গেছেন। রোববার (৪ মে) এই দুঃখজনক ঘটনা ঘটে, যা শোবিজাঙ্গনে শোকের ছায়া ফেলেছে। তবে মনিরের মৃত্যুতে শাকিব খানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা গেছে, শাকিব খান শুটিংয়ের কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও সহকর্মী মনিরের মৃত্যুতে তাকে হাসপাতালে না যাওয়ার পাশাপাশি তার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগও করেননি। বিষয়টি নিয়ে সহকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই প্রসঙ্গে চিত্রনায়িকা রত্না কবির সামাজিক মাধ্যমে শাকিবকে তীব্রভাবে সমালোচনা করেছেন। তিনি শাকিবকে বাস্তবের নায়ক হওয়ার আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি লিখেছেন।

রত্না তার চিঠিতে বলেছেন, “শাকিব খান, কাল আপনার শুটিংয়ের সেটে মনির মারা গেলেন। আপনি একবারও তার পাশে দাঁড়াননি, হাসপাতালে যাননি, পরিবারের সঙ্গে যোগাযোগও করেননি। এখন সময় হয়েছে বাস্তবের নায়ক হয়ে ওঠার। আপনি অনেক কিছু পেয়েছেন বাংলা সিনেমা থেকে, এখন কিছু ফেরত দেওয়ার সময়।”

এছাড়াও, রত্না মন্তব্য করেছেন, “সিনেমা থেকে অনেক পেয়েছেন, এখন কিছু দিতে শিখুন। আপনি বাংলা চলচ্চিত্র ও বাংলাদেশেরই একজন মানুষ।”

মনির হোসেন, যিনি নারায়ণগঞ্জের বাসিন্দা ছিলেন, প্রায় এক দশক ধরে স্টান্টম্যান হিসেবে কাজ করছিলেন। তার সাহসী এবং ঝুঁকিপূর্ণ কাজগুলো বহু নায়ক-নায়িকার ক্যারিয়ারকে সফলতার শিখরে পৌঁছে দিয়েছে।

এ ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে, এবং অনেকেই মনে করছেন, ‘তাণ্ডব’ সিনেমার পুরো টিমকে মনিরের পরিবারের পাশে দাঁড়ানো উচিত ছিল, বিশেষ করে শাকিব খানের।


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ