বাংলাদেশ বিমানবাহিনী ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করেছে? টিকটকে ভাইরাল ভিডিওটি এআই দিয়ে তৈরি

সম্প্রতি টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে বাংলাদেশ বিমানবাহিনী ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভিডিওটি প্রায় ২৩ লাখ বার দেখা হয়েছে এবং ৯৩ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পাওয়া গেছে। তবে এটি একটি মিথ্যা দাবি এবং ভিডিওতে ব্যবহৃত ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, ছবিটি বাংলাদেশের বিমানবাহিনীর ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার দৃশ্য নয়। বরং এটি একাধিক ইউটিউব চ্যানেলের ভিডিও থাম্বনেইল হিসেবে ব্যবহৃত হয়েছে। 'USMC' নামের একটি ইউটিউব চ্যানেলে গত বছরের ১৮ অক্টোবর এবং অন্যান্য দুটি চ্যানেলে ছবিটি ব্যবহার করা হয়েছিল। এসব ভিডিওতে বিমানযুদ্ধের দাবি করা হলেও, চ্যানেলগুলোতে প্রকাশিত ভিডিওগুলোর বর্ণনায় ‘ওয়ার-সিমুলেশন গেম’ এবং ‘প্লে আরমা থ্রি’ (একটি ভিডিও গেম) উল্লেখ রয়েছে। অর্থাৎ, এসব ভিডিওগুলো শুধুমাত্র গেমসের দৃশ্য হিসেবে ছিল, যেখানে ক্লিকবেইট শিরোনাম ব্যবহার করা হয়েছে।

এই ছবির এআই দিয়ে তৈরি হওয়ার লক্ষণ স্পষ্ট ছিল এবং এটি সাইটইঞ্জিন প্ল্যাটফর্মে পরীক্ষা করে ৯৯% নিশ্চিত হওয়া যায় যে, এটি একটি কৃত্রিম ছবি।

আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি বাংলাদেশ বিমানবাহিনী ভারতের কোনো যুদ্ধবিমান ভূপাতিত করতো, তা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হতো, যা এখানে ঘটেনি। ফলে, এটি একটি মিথ্যা দাবি এবং কোনো সত্যতা নেই।


এসএস/টিএ

Share this news on: