ফ্যাসিবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের প্রত্যয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ)। আগামী ৯ মে (শুক্রবার) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটি ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে সংগঠনটি।
প্ল্যাটফর্মটির প্রধান উদ্যোক্তা হিসেবে রয়েছেন সদ্য বিলুপ্ত জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। পাশাপাশি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির শাখার সাবেক সভাপতি রাফে সালমান রিফাত গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকছেন বলে জানা গেছে।
জুনায়েদ জানিয়েছেন, এটি একটি রাজনৈতিক দল নয় বরং একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম, যার প্রাথমিক লক্ষ্য জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন। দীর্ঘমেয়াদে এটি নৈতিক নেতৃত্ব গড়া, সুবিচার নিশ্চিত করা এবং সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য কাজ করবে।
ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে সাম্প্রদায়িক সম্প্রীতির সমাজ গড়ার অঙ্গীকারও রয়েছে তাদের ঘোষণায়। জুনায়েদ বলেন, “ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”
এর আগে গত মার্চে এবং ১০ এপ্রিল ফেসবুক পোস্টে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দেন জুনায়েদ এবং ‘আপ বাংলাদেশ’ নামটি প্রকাশ করেন।
এসএস/টিএ