২০ বছর বয়সে বিয়ে, দাম্পত্য নিয়ে মুখ খুললেন শাহিদ-পত্নী

মাত্র ২০ বছর বয়সে শাহিদ কাপুরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন মীরা, কিন্তু কখনও কখনও সম্পর্কে একাকিত্ব বোধও করেছেন তিনি। অনেকটা সময়ই তার আলাদাভাবে কেটেছে বলেও জানান তিনি।

সম্প্রতি নয়না ভান এবং সাক্ষী শিবদাসানির মোমেন্টস অফ সাইলেন্স পডকাস্টে হাজির হয়ে ফ্রেমের পেছনের জীবন সম্পর্কে খোলামেলা কথা বলেছেন মীরা। শাহিদ কাপুরের সঙ্গে বিয়ে থেকে শুরু করে বন্ধু, বলিউডে তাদের নিয়ে নানা গসিপের সবকিছু নিয়ে মন খুলে কথা শেয়ার করেছেন তিনি।

মীরা বলেন, ‘আমি মনে করি আমরা (মীরা এবং তার বন্ধুরা) আলাদা ভাবে বেড়ে উঠেছি। বেশ অনেকটা সময় আমাদের আলাদা কেটেছে। জীবনের বিভিন্ন পর্যায়ে আমরা যদি আমাদের বিভিন্ন বন্ধুদের দিকেও তাকাই তবে এটা অবশ্যই মনে হবে যে, সে যা করছে তা আমি করতে পারতাম।’

মীরা জানান, যখন তার সহপাঠীরা মাস্টার্স করছিল, তখন তিনি একটা নতুন শহরে, একটি নতুন বাড়িতে, একটা নতুন পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন।

তার কথায়, ‘আমার মনে আছে, আমি আগের মতো ওদের সঙ্গে কথা বলতে পারতাম না। ওরা বলত, বিয়ে করে তুমি আমাদের ভুলে গেছ। আর আমি বলতাম, আমি সত্যিই জড়িয়ে পড়েছি! কিন্তু সেই বন্ধুত্ব এখনও টিকে আছে আমাদের মধ্যে। আমার মনে হয় না ওরা তখন এটা বুঝতে পেরেছিল যে আমরা একইভাবে বন্ধু থেকে যাব।

কিন্তু ভাগ্যক্রমে, বন্ধুত্বটা টিকে যায়। তবে ওরা এখন আমার জায়গাটা বুঝতে পারছে। কারণ ওরা নিজেরা এখন জীবনের সেই পর্যায়ে রয়েছে।’এই পডকাস্টে স্বামী শাহিদকে নিয়েও নানা কথা বলেন মীরা। জানান, শাহিদ নাকি পরনিন্দা, পরচর্চা একেবারে পছন্দ করেন না।

তিনি বলেন, অনেকেই ভাবেন আমার গসিপের উৎস শাহিদ। কিন্তু ও কোনও গসিপ পছন্দ করে না! অনেক সময় আমি ভাবি, যে ও এসে বলবে কী কী হয়েছে। উল্টো আমি জিজ্ঞাসা করলে, ও আমাকে বলে, আমি জানি না। গসিপ বিষয়ে ও সবচেয়ে কম আগ্রহী।

তবে কেবল বলিউডে অন্যদের গসিপ তো নয়, তাদের নিয়েও নানা রটনা রটে। এই নিয়ে শাহিদ ও মীরা নিজেদের মধ্যে হাসাহাসিও করেন। তার কথায়, ‘সবচেয়ে মজার বিষয় হলো যখন এটা আমার সম্পর্কে হয়, আমি ভাবি, এটা কখন করলাম। আমি এটা নিয়ে ভাবতে বসি রীতিমতো। আর সেখান থেকে একটা বিষয় মাথায় আসে যে, আমি যেটা করিনি, সেটা নিয়ে এভাবে আলোচনা হচ্ছে, তার মানে বাকিদের নিয়েও যে সব রটনা রটে তারও ৯০ শতাংশ সম্ভবত ভুয়াই হয়।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
‘লাইক-কাণ্ডে’ কোহলির সাফাই, রাহুল বৈদ্যর খোঁচা: আমাকেও তো ব্লক করেছে! May 06, 2025
সিএনজি ও মোটরসাইকেলের জন্য খুলে গেলো এক্সপ্রেসওয়ে! May 06, 2025
img
‘এটা আমার এলাকা’ বলেই ভাঙচুর শুরু করেন কলেজ ছাত্রদল সভাপতি May 06, 2025
img
কক্সবাজারে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকে বহিষ্কার May 06, 2025
img
সাংবাদিকদের নামে ঢালাও হত্যা মামলায় অন্তর্বর্তী সরকার বিব্রত: মাহফুজ May 06, 2025
img
কিয়েভে রাতভর রুশ ড্রোন হামলা, যুদ্ধবিরতির ডাক জেলেনস্কির May 06, 2025
img
ডিবিতে মেঝেতে রাখা হয়েছিল মাহমুদুর রহমানকে! May 06, 2025
img
মেট গালায় ফের একসঙ্গে শাহরুখ-প্রিয়াঙ্কা! পুরনো প্রেম ফিরছে কী? May 06, 2025
img
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ May 06, 2025
img
ইয়েমেনে হামলা চালাচ্ছে নেতানিয়াহু'র দেশ May 06, 2025