মেট গালায় ফের একসঙ্গে শাহরুখ-প্রিয়াঙ্কা! পুরনো প্রেম ফিরছে কী?

আমির তো দু-দুটো বিয়ে করে, ফের আরেকবার প্রেমে পড়েছেন। অন্যদিকে সলমন, বার বার প্রেমে আঘাত পেয়ে, এলিজেবল ব্যাচেলার। বলিউড গুঞ্জনে এই দুই খানকে নিয়ে নানা গসিপ থাকলেও, আরেক খান অর্থাৎ শাহরুখের নামে তেমন কোনও কেচ্ছা বা গসিপ শোনা যায় না।

একথা ততদিনই সত্যি ছিল, যতদিন না প্রিয়াঙ্কা চোপড়া এন্ট্রি নেন! হ্য়াঁ, প্রিয়াঙ্কাই শাহরুখের জীবনে নিয়ে আসেন টুইস্ট অ্যান্ড টার্ন। আর প্রিয়াঙ্কার কারণেই বাদশার পরিবারে ঝড়। গুঞ্জন উঠেছিল প্রিয়াঙ্কার কারণে নাকি সংসার ভাঙতে চলেছিল গৌরা-শাহরুখের। ছাড় পাননি প্রিয়াঙ্কাও।

শাহরুখকে ভালোবেসে, প্রিয়াঙ্কার শুধুই জুটেছে অপমান। আর অন্যদিকে শাহরুখ-প্রিয়াঙ্কার এই প্রেম কিসসা রটতেই শাহরুখের স্ত্রী গৌরী রেগে লাল। শাহরুখ নাকি সংসার বাঁচাতে গিয়েই প্রকাশ্যে প্রিয়াঙ্কাকে অপমান করেছিলেন। এমনকী, বলিউডের নোংরা রাজনীতির ফাঁদেও পড়েছিলেন পিগি চপস।

এরপরই প্রিয়াঙ্কা দেশে ছেড়ে দেন। হলিউডে শুরু করেন কাজ। বিয়ে করেন আমেরিকান পপ গায়ক নিক জোনাসকে। তবে এতসব ঘটলেও, প্রিয়াঙ্কা ও শাহরুখের প্রেমের গল্প এখনও উড়ে বেড়ায় বলিউডে।

এবার নতুন খবর হল, বিদেশের মাটিতে ফের এবার মুখোমুখি হতে চলেছেন শাহরুখ ও প্রিয়াঙ্কা। শোনা যাচ্ছে, নিউ ইয়র্কের জনপ্রিয় ফ্যাশন ইভেন্ট মেট গালার লাল কার্পেটে এবার হাজির হবেন শাহরুখ ও প্রিয়াঙ্কা দুজনেই। শাহরুখের জন্য মেট গালা স্পেশাল পোশাক বানাচ্ছেন ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। তবে প্রিয়াঙ্কার ডিজাইনার কে, এখন তা জানা যায়নি।

তবে প্রিয়াঙ্কা যে দেশিয় কোনও ফ্যাশন ডিজাইনারকে দিয়ে পোশাক বানাচ্ছেন না, তা অবশ্য জানিয়ে দিয়েছেন। শোনা যাচ্ছে, একই দিনই নাকি শাহরুখ ও প্রিয়াঙ্কা থাকবেন এই মেট গালার লাল কার্পেটে।

সালটা ২০০৬। ফারহান আখতারের ডন ছবির সৌজন্যে জুটি বাঁধেন শাহরুখ-প্রিয়াঙ্কা। সেই ছবির শুটিং ফ্লোর থেকেই নাকি প্রেম শুরু তাঁদের। গুঞ্জনে রয়েছে, এই ছবির সাফল্যের পর নাকি প্রাইভেট বিমানে চেপে প্রিয়াঙ্কা ও শাহরুখ বিদেশেও পাড়ি দিয়েছিলেন।

সেই সময়ের গসিপ ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল শাহরুখ ও প্রিয়াঙ্কার সেই গোপন অভিসারের কিসসা। তবে এতকিছু রটলেও, শাহরুখ ও প্রিয়াঙ্কা কিন্তু একেবারেই চুপ ছিলেন।

এফপি/এস এন 

Share this news on:

সর্বশেষ

img
ফেনীতে আ. লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার May 06, 2025
img
স্থায়ীভাবে পুরো গাজা দখলের দিকে এগোচ্ছে ইসরায়েল May 06, 2025
img
বাস দুর্ঘটনায় একাধিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী আহত, নিহত এক May 06, 2025
img
রাজনৈতিক পালাবদল: ৮ মাসে বন্ধ ১১৩ কারখানা, বেকার ৯৬ হাজার শ্রমিক May 06, 2025
img
হামলার আশঙ্কায় শেহবাজ শরিফের মালয়েশিয়া সফর স্থগিত May 06, 2025
img
আ. লীগ আমলে দেয়া গণমাধ্যমের লাইসেন্স তদন্ত করা হবে: তথ্য উপদেষ্টা May 06, 2025
তিশা বা শুভকে দোষ দিবেন না! নেপথ্য কাহিনি শোনালেন অরণ্য May 06, 2025
img
শেখ মুজিব তার পরিবারের হাতে ক্ষমতা তুলে দিয়েছে: মাহফুজ আলম May 06, 2025
img
ময়মনসিংহে একদিনের ব্যবধানে ৬ থানার ওসিকে বদলি May 06, 2025
img
ইউটিউব দেখে মোটরসাইকেল চুরি শিখে প্রথম দিনই ধরা May 06, 2025